Photo: Collected
নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনে কারখানা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাত পাঁচ শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ।
গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে শ্রীপুর থানায় মামলাটি দায়ের করেছেন এএ ইয়ার্ন মিলস্ লিমিটেড কারখানার ব্যাবস্থাপক (প্রশাসন) আবুল কালাম আজাদ।
মামলায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির পরিমান উল্লেখ করা হয়েছে। এছাড়াও আসবাবপত্র লুটপাটের ঘটনাও উল্লেখ্য করা হয়।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘গত ২৩ অক্টোবর বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলন শুরু করে। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে কারখানার গুরুত্বপূর্ণ মেশিন ভাঙচুর শুরু করে। যে মেশিন ভাঙচুর করা হয়েছে সেগুলোর একেকটি মেশিনের দাম দেড় কোটি টাকা করে। বেশকিছু মেশিনের মনিটর ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে কারখানার শতাধিক কম্পিউটার-ল্যাপটপ। লুটপাট করা হয়েছে গুরুত্বপূর্ণ মেশিন।’
তিনি বলেন, ‘প্রতিটি ফ্লোরের দরজা জানালা ভাঙচুর করা হয়েছে। শ্রমিকেদের বকেয়া বেতন ২৪ অক্টোবর পরিশোধ করার পরও পরপর তিনদিন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তারা কারখানায় যে পরিমাণ ভাঙচুর চালিয়েছে তার ক্ষতির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ মামলায় উল্লেখ্য করেছে শ্রমিকরা ভাঙচুর করে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতিসাধন করেছে। অজ্ঞাত নামা মামলায় ৫০০ শ্রমিককে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।’
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর উপজেলার গাজীপুর ইউনিয়ন নগরহাওলা গ্রামের জৈনা বাজার এলাকার এএ ইয়ার্ন মিলস্ লিমিটেড কারখানার শ্রমিকরা একমাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালায় এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
পরে ২৭ অক্টোবর কারখানা কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এর ফলে কারখানা খুলে দেয়ার দাবিতে পরপর তিনদিন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে কারখানা শ্রমিকরা।
Staff Reporter:
Dr. Nurunnahar Chowdhury, Additional Secretary of the ...
Sttaff Correspondent: Bangladesh is most likely to sign the ...
News Desk:
Faruk Ahmed, Managing Director of Dhaka Mass Transit Compan...
News Desk:
Bangladesh is preparing a long-term plan for sustainable ag...
News Desk:
Former Cabinet Secretary and freedom fighter Dr. Kamal Sidd...

Comment (0)