ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকেই শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সরকারের পদত্যাগের দাবিতেও পূর্ণ সমর্থন ছিল তার। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর সামাজিক মাধ্যমে এক বার্তা দিয়েছেন এই নির্মাতা। নিজের ফেসবুকে ফারুকী লিখেছেন, বিজয়ের আনন্দ অবশ্যই করব! কিন্তু এখন সময় সংযমেরও, চোখ কান খোলা রাখারও। আমরা ২০ বছর প্রতিহিংসার রাজনীতি দেখেছি। প্রতিহিংসার উত্তর দিব আমরা কাইন্ডনেস এবং এমপ্যাথি দিয়ে।
এরপর লেখেন, পাশাপাশি আমরা চোখ খোলা রাখব আগামী দুই তিন দিন। নিশ্চয়ই আমরা একটা মানবিক গণতান্ত্রিক সমাজ নির্মাণের দিকে আগাইয়া যাব। সবশেষে ফারুকী লিখেছেন, লাস্টলি, স্যালুট টু বাংলাদেশি ইয়ুথ অ্যান্ড পিপল ফ্রম অল ওয়াকস। টুগেদার উই স্ট্যান্ড টল।
এর আগে শেখ হাসিনার পদত্যাগকে প্রকৃতির প্রতিশোধ হিসেবে আখ্যায়িত করেছেন পরীমণি। এ নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দেন তিনি। এদিকে শেখ হাসিনার পদত্যাগে উচ্ছ্বসিত বিনোদন অঙ্গনের অধিকাংশ তারকা। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচর উ...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনে গুরুত্বপূর্ণ কাজের সময় হ...
নড়াইল প্রতিনিধি: নড়াইলে নব নিযুক্ত এসপি ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্...
মন্তব্য ( ০)