• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় শান্তি প্রতিষ্ঠায় অনড় এরদোগান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রতি তুরস্কের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।  তিনি বলেছেন, আমরা ফলাফল (গাজায় শান্তি প্রতিষ্ঠা) না পাওয়া পর্যন্ত প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

হুরিয়াত ডেইলি জানিয়েছে, মন্ত্রিসভার এক বৈঠকে এ কথা বলেন এরদোগান। 

মন্ত্রিসভার বৈঠকের বক্তৃতার পর এরদোগান তুর্কি জনগণকে ফিলিস্তিনিদের প্রতি তাদের অব্যাহত সংহতির জন্য ধন্যবাদ জানিয়ে বলেন,  গত সপ্তাহে ইস্তাম্বুলে প্রায় ৫ লাখ মানুষ বিক্ষোভ করে দেখিয়েছে গাজা একা নয়। 

তিনি আরও বলেন, ‘গত ১ জানুয়ারি আমাদের নাগরিকরা ফিলিস্তিনের প্রতি তুরস্কের অটল সমর্থন প্রদর্শন করে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে।।’

 

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘৬১ বছরের বাথ নিপীড়ন এবং ১৩ বছরের গণহত্যার পরে, সিরিয়ায় যেভাবে বিশ্বাস, ভরসা ও ধৈর্য বিরাজ করছে সেভাবে আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনেও ন্যায়বিচারের জয় হবে।  ন্যায়ের সূর্য নিপীড়নের অন্ধকার ভেদ করবে।’

তিনি ফিলিস্তিনের জন্য তুরস্কের দীর্ঘমেয়াদী লক্ষ্যের উপর জোর দিয়ে বলেন, ১৯৬৭ সীমানার ওপর ভিত্তি করে আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র এবং পূর্ব জেরুজালেমের রাজধানী হিসেবে অবশ্যই প্রতিষ্ঠিত হবে। ’ 

এ সময় এরদোগান ফিলিস্তিনিদের সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান এবং  নতুন বছর গাজার দুর্দশাগ্রস্তদের জন্য শান্তি ও স্বস্তি নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনবাহিনী।  এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় গাজায় ৪৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।  আর আহত হয়েছেন এক লাখ ৯ হাজারেরও বেশি মানুষ।  এদিকে, গাজা যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনিদের প্রতি অটল সমর্থন অব্যাহত রেখেছে তুরস্ক।

মন্তব্য (০)





image

‎ভয়াবহ শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বাতিল ১৩ হাজা...

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রজুড়ে নেমে ...

image

সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন...

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে ইউক্রেন...

image

‎চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি হলে কানাডার ওপর ১০০ শতাংশ শুল...

নিউজ ডেস্কঃ চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি চূড়ান্ত করল...

image

যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া ‎

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় ব...

image

রমজানে মসজিদের বাইরের লাউডস্পিকার নিষিদ্ধ করেছে সৌদি

নিউজ ডেস্ক : আসন্ন পবিত্র রমজান মাসে মসজিদের বাইরে থাকা লাউডস্পিকার ব্যব...

  • company_logo