• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় শান্তি প্রতিষ্ঠায় অনড় এরদোগান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রতি তুরস্কের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।  তিনি বলেছেন, আমরা ফলাফল (গাজায় শান্তি প্রতিষ্ঠা) না পাওয়া পর্যন্ত প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

হুরিয়াত ডেইলি জানিয়েছে, মন্ত্রিসভার এক বৈঠকে এ কথা বলেন এরদোগান। 

মন্ত্রিসভার বৈঠকের বক্তৃতার পর এরদোগান তুর্কি জনগণকে ফিলিস্তিনিদের প্রতি তাদের অব্যাহত সংহতির জন্য ধন্যবাদ জানিয়ে বলেন,  গত সপ্তাহে ইস্তাম্বুলে প্রায় ৫ লাখ মানুষ বিক্ষোভ করে দেখিয়েছে গাজা একা নয়। 

তিনি আরও বলেন, ‘গত ১ জানুয়ারি আমাদের নাগরিকরা ফিলিস্তিনের প্রতি তুরস্কের অটল সমর্থন প্রদর্শন করে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে।।’

 

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘৬১ বছরের বাথ নিপীড়ন এবং ১৩ বছরের গণহত্যার পরে, সিরিয়ায় যেভাবে বিশ্বাস, ভরসা ও ধৈর্য বিরাজ করছে সেভাবে আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনেও ন্যায়বিচারের জয় হবে।  ন্যায়ের সূর্য নিপীড়নের অন্ধকার ভেদ করবে।’

তিনি ফিলিস্তিনের জন্য তুরস্কের দীর্ঘমেয়াদী লক্ষ্যের উপর জোর দিয়ে বলেন, ১৯৬৭ সীমানার ওপর ভিত্তি করে আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র এবং পূর্ব জেরুজালেমের রাজধানী হিসেবে অবশ্যই প্রতিষ্ঠিত হবে। ’ 

এ সময় এরদোগান ফিলিস্তিনিদের সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান এবং  নতুন বছর গাজার দুর্দশাগ্রস্তদের জন্য শান্তি ও স্বস্তি নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনবাহিনী।  এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় গাজায় ৪৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।  আর আহত হয়েছেন এক লাখ ৯ হাজারেরও বেশি মানুষ।  এদিকে, গাজা যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনিদের প্রতি অটল সমর্থন অব্যাহত রেখেছে তুরস্ক।

মন্তব্য (০)





image

‎গাজায় ৭৫০ বছরের পুরোনো মসজিদ বোমায় গুঁড়িয়ে দিয়েছে ইসর...

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ৭৫০ বছরের পুরোনো মসজিদ বোমায় গুঁড়িয়...

image

‎জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগ...

image

‎প্যারিসে ৬ লাখ ইউরোর সোনা চুরি, নিখোঁজ অমূল্য ব্রেসলেট

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন প্রখ্যাত সাংস্কৃতিক ...

image

‎রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে পৌঁছালেন শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরি...

image

‎যুক্তরাজ্যে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা মাইক্রোসফটের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে আগামী চার বছরে ৩০ বিলিয়ন ডলা...

  • company_logo