প্রতীকী ছবি
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে মারজান (২৮) নামের এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত মারজন উপজেলার খালপাড় বউ বাজার গ্রামের আব্দুস সোবহান বেপারীর বড় মেয়ে। মঙ্গলবার (৭জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মারজান মাঝে মধ্যেই নিজেই রাগে ক্ষোভে নিজের হাত নিজেই কাটতো। মাঝে মাঝে আত্নহত্যা করবে বলেও চেচামেচি করতো। মঙ্গলবার দুপুরে মারজান তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে তার মা লাইলি বেগম দরজা খুলতে বললেও মারজানের কোন উত্তর না পেয়ে স্থানীয়দের ডাকলে দরজা ভেঙ্গে মারজানকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারজানকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহত মারজানের পিতা আব্দুস সোবহান বলেন, আমার মেয়ে মাঝে মাঝেই আত্নহত্যা করবে বলে চেচামেচি করতো। আমার মেয়ে নিজেই আত্নহত্যা করেছে। কারো প্রতি আমাদের কোন অভিযোগ নেই।
এ ব্যাপারে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের গোসিঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ আজ ৭ জানুয়ারি। সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৪ বছর...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে সাবেক সেনা সদস্যের বাড়িতে একদ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অনুকূলে এলসিএস...
মন্তব্য (০)