• সমগ্র বাংলা

বগুড়ায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতির আয়োজনে সোমবার সকালে শহরের জলেশ্বরীতলা সমিতির কার্যালয়ে সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সমিতির কেন্দ্রীয় কার্যালয় এবং বিভিন্ন দানবীর সদস্যদের অনুদানের মাধ্যমে এই বছর ৬৮১ জনের হাতে শীতবস্ত্র হিসেবে ভাল মানের কম্বল তুলে দেওয়া হয়েছে। 

সমিতির বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে সমিতির বিভিন্ন কল্যাণমূলক কাজের আলোচনা করে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক নওয়াব আলী। এছাড়াও অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন অধ্যাপক মো: সালামত উল্ল্যাহ, মো: আবিদুর রহমান, অধ্যাপক আহম্মদ আলী, অধ্যাপক ড. ফজলুল হক, এ,বি,এম আব্দুর রশিদ ও ছমির উদ্দিন। 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মানবতার সেবায় সকলকে সর্বদা নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সমাজের মানুষের একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মাঝেই প্রশান্তি। সরকারী কর্মচারীরা অবসরে যাওয়ার পর অনেকেই তাদের আর খোঁজ রাখেনা কিন্তু এক্ষেত্রে বগুড়াসহ দেশব্যাপী বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি সদস্যদের সারাবছর তাদের বিপদে আপদে সহযোগিতার প্রচেষ্টা করে। যার ধারাবাহিকতায় এইবছরও কেন্দ্রীয় সমিতি থেকে প্রাপ্ত ৩৭০টি ও সমিতির দানবীর সদস্যদের থেকে প্রাপ্ত ৩১১টি কম্বল বগুড়ায় সমিতির দরিদ্র ৬৮১ জনের মাঝে বিতরণ করা হচ্ছে। বক্তারা সরকারের পাশাপাশি সমাজের সকল সামর্থ্যবান ব্যক্তি বা সংগঠনকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্বার্ত আহ্বান জানান। 

মন্তব্য (০)





image

দোহারে এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে মারজান (২৮) নামের এক সন্তানের জননীর...

image

সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৪ বছর, বিচার পায়নি পরিবার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ আজ ৭ জানুয়ারি। সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৪ বছর...

image

রাজারহাটে সাবেক সেনা সদস্যের বাড়িতে চুরি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে সাবেক সেনা সদস্যের বাড়িতে একদ...

image

নওগাঁয় এলজিইডির উপকরণ বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অনুকূলে এলসিএস...

image

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

গাজীপুর প্রতিনিধিঃ ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জি...

  • company_logo