• রাজনীতি

গাজীপুরে বিএনপির বিরুদ্ধে গণতন্ত্র মঞ্চের নেতাদের সংবাদ সম্মেলন

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গণতন্ত্র মঞ্চের নেতাদের বিবৃতির প্রতিবাদ জানিয়েছে গাজীপুর সদর উপজেলা বিএনপি।

সোমবার সকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বাজারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়।

গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লী বলেন, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে নাগরিক ঐক্যের কার্যালয়ে হামলার বিষয়ে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের দেওয়া বিবৃতি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে বলা হয়, পতিত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা নাগরিক ঐক্যসহ বিভিন্ন সংগঠনে অনুপ্রবেশের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তারা বিএনপির নাম ব্যবহার করে নানা অপপ্রচার চালাচ্ছে। 

বিএনপি গণতান্ত্রিক মূল্যবোধ, শান্তিপূর্ণ সহাবস্থান এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে বিশ্বাস করে। তবে গণতন্ত্র মঞ্চ যে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লী এবং মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক মুসল্লীকে দোষারোপ করেছে, তা সম্পূর্ণভাবে বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। এই ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। শুধুমাত্র স্বৈরাচারী আওয়ামী লীগের কথায় বিভ্রান্ত হয়ে, সঠিক তথ্য যাচাই না করেই গাজীপুর সদর উপজেলা বিএনপিকে দোষারোপ করে বিবৃতি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক মুসল্লী, বিএনপি নেতা এমদাদ মুসল্লী, গাজীপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন, গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, বদিউল আলম বাদল, সিরাজুল হক মেম্বার প্রমুখ।

সংবাদ সম্মেলনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একটি বিক্ষোভ মিছিল মির্জাপুর বাজার প্রদক্ষিণ করে।

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, একটি রাজনৈতিক দলের মানববন্ধনকে কেন্দ্র করে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এমন সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুই দলকে সরিয়ে দেওয়া হয়, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। তবে মারামারির বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এ বিষয়ে এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা...

image

শেখ হাসিনা গণতন্ত্রের যে ধারাকে ধ্বংস করেছে তা ফিরিয়ে আন...

ফরিদপুর প্রতিনিধিঃ  স্বাধীনতার পরে জিয়া পরিবারের বিরুদ্ধে সবচেয়ে বেশি ...

image

মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ...

image

তারেক রহমান কবে দেশে ফিরছেন, অপেক্ষায় দলের নেতা-কর্মীরা

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জ...

image

ঈশ্বরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা আটক

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ ও...

  • company_logo