• শিক্ষা

ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ পরিদর্শনে আমেরিকা প্রবাসী গবেষক ও উদ্যোক্তা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের আয়োজনে নজরুল তীর্থ পরিদর্শনে আসেন আমেরিকা প্রবাসী গবেষক ও উদ্যোক্তা, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কানেটিকাটের নজরুল গবেষণায় নিয়োজিত নজরুল এনডোমেন্টের কার্যনির্বাহী সদস্য সৈয়দ টিপু সুলতান।

বৃহস্পতিবার  সকাল ১১.০০ টায় তিনি নজরুল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে পৌঁছান। এসময় তাকে নজরুল স্টাডিজ ইন্সটিটিউটের ডেপুটি পরিচালক মো: রাশেদুল আনাম ও ইন্সটিটিউটে গবেষণারত গবেষকরা উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানান নজরুল তীর্থে।

পরবর্তীতে নজরুল ইন্সটিটিউটে গবেষক ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত কিছু পরিবেশবাদী সংগঠন ও ব্যক্তিদের সাথে মত বিনিময় করেন তিনি। উক্ত মতবিনিময় সভায় আমেরিকায় নজরুল গবেষণার মাধ্যমে নজরুলকে কিভাবে বিশ্বব্যাপী সমাদৃত ও পরিচিত করা যায় যেসব সম্পর্কে সার্বিক ধারণা দেন এবং সে ব্যাপারে গবেষকদের একটি সম্যক রোডম্যাপ প্রদান করেন। এছাড়া ৭৫ বছর বয়সে তার নানাবিধ অর্জন ও সফলতার কথা তুলে ধরেন অনুষ্ঠানে অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের সঙ্গে।

এরপর নজরুল স্টাডিজ ইন্সটিটিউটসহ নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনের করেন তিনি। ক্যাম্পাসের প্রাকৃতিক ও গঠনগত সৌন্দর্য উপভোগ করেন। তারপর ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারও করেন তিনি। পরবর্তীতে উপাচার্য, ইন্সটিটিউটের ডেপুটি পরিচালক মো রাশেদুল আনামসহ একটি মধ্যহ্নভোজের মাধ্যমে পুরো অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসই শাখার পরিচালক ড. মো. শাহাবুদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বিশ্ববিদ্যালয়ের নানাবিধ বিভাগের গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা।

মন্তব্য (০)





image

পবিপ্রবি সাংবাদিক সমিতির ২ মাসব্যাপী জার্নালিজম অ্যান্ড ক...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ...

image

এবার এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

নিউজ ডেস্কঃ ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আগামী ...

image

একাদশ শ্রেণিতে ভর্তির আগে যে বিষয়গুলো জানা একান্ত জরুরি

নিউজ ডেস্কঃ এসএসসি পেরিয়ে কলেজজীবনের দুয়ারে দাঁড়িয়ে থাকা প্রতিটি শিক্ষার্থীর ...

image

বাকৃবিতে জুলাই শহীদ দিবসে তিন শহীদ পরিবারকে সম্মাননা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ ও শোক দিবস...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে...

  • company_logo