• প্রশাসন

সামনের নির্বাচনে আনসার ও ভিডিপি‌কে ভিন্নরূপে দেখা যা‌বে: আনসার ও ভিডিপি মহাপরিচালক

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, সামনের জাতীয় নির্বাচনে আনসার বাহিনীকে নতুনভাবে দেখা যাবে।  

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আনসার বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়া প্রত্যেক সদস্যের জন্য একটি ডাটাবেজ তৈরি করা হচ্ছে, যা ভবিষ্যৎ কার্যক্রমকে আরও দক্ষ ও সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবে।  

তিনি আরও বলেন, "আসন্ন নির্বাচনে আনসার বাহিনীর দায়িত্ব পালনের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাহিনীর সদস্যরা নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবেন।"  

ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বাহিনীর সকল কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানান এবং চলমান সংস্কার ও আধুনিক নীতিমালার আলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি প্রত্যেককে বাহিনীর লক্ষ্য অর্জনে নিষ্ঠা, উদ্যম ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করেন।  

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি আনসার বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আজকের এই ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।  

অনুষ্ঠানের অংশ হিসেবে মহাপরিচালকের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়, যা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। র‍্যালি শেষে তিনি সমাবেশ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং সমাবেশের সফলতা কামনা করেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি; একাডেমির কমান্ড্যান্ট, উপ-মহাপরিচালকবৃন্দ এবং বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।  

মন্তব্য (০)





image

নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া উপলক্ষ্যে সমুদ্র সচেতনতা বি...

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ...

image

গোপালপুরে রাতের বেলা শীতার্তদের কম্বল দিলেন ইউএনও

গোপালপুর  প্রতিনিধি: প্রকৃত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে অভ...

image

লালমনিরহাটে বিজিবির শীতবস্ত্র বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে গরীব,দু:স্থ, অসহায় ও এতিমদের মাঝে শীত...

image

শীতার্তদের পাশে শীতবস্ত্র নিয়ে নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দু...

নওগাঁ প্রতিনিধি: চলতি শীত মৌসুমে নওগাঁর উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শীতের দাপট।...

image

পঞ্চগড়ে গণঅভ্যুত্থানের আন্দোলনে আহত সুজনের পাশে বিজিবি

পঞ্চগড় প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদে...

  • company_logo