ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ ও সন্ত্রাস দমনে গাজীপুরের শ্রীপুর থানায় ওপেন হাউজ ডে-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৭ জানুয়ারি) বিকেল ৩ টায় সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এ ওপেন হাউজ ডে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক শামীম আল মামুনের সঞ্চালনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। এ সময় উপস্থিত জনতা, সাংবাদিক ও রাজনৈতিক কর্মীরা উন্মুক্ত আলোচনায় নানা ধরণের সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে কিশোর গ্যাং প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, সন্ত্রাস দমন, গরু চুরি, ডাকাতি এবং পতীত ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিরুদ্ধে মামলা হওয়ার পরও কেনো গ্রেফতার হচ্ছে না এবং কেনো অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে না সেসব বিষয়ে জানতে চাওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম পিপিএম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ, গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেল মো. আফজাল হোসেন, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি ফরিদা জাহান স্বপ্না, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, শ্রীপুর উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামের আমির নূরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল কবির মন্ডল আজাদ, শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহমেদ, পৌর বিএনপির সহ-সভাপতি সাইফুল হক মোল্লা, সহ-সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ এবং শ্রীপুর উপজেলায় কর্মরত সাংবাদিকগণ।
গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক তাঁর বক্তব্যে বলেন, আমরা ইতোমধ্যে কিশোর গ্যাং দ্বারা ঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছি। এছাড়া মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছি। আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদের সহযোগিতা করবেন। আগামি এক মাসের মধ্যে দৃশ্যত অনেক পরিবর্তন দেখতে পারবেন।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় দুঃস্...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত ...
চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ...
গোপালপুর প্রতিনিধি: প্রকৃত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে অভ...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে গরীব,দু:স্থ, অসহায় ও এতিমদের মাঝে শীত...
মন্তব্য (০)