ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরশাদুল আহমেদ। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান সহ ঈশ্বরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ সাংবাদিকদের কাছে উপজেলার সার্বিক বিষয়ে তথ্য প্রদান করার জন্য আহবান জানান। এসময় সাংবাদিকগণ এ উপজেলায় যানজট, চাঁদাবাজি, অনলাইন জুয়া, ইভটিজং, কিশোরগ্যাং, রাস্তার উপর হাট বাজার ও অবৈধ স্থাপনা, নদী দখল দূষণ, অবৈধ বালু উত্তোলন বিক্রি সহ নানা সমস্যার কথা তুলে ধরেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, যে কোন কাজ বাস্তবায়ন করতে হলে গণমাধ্যম কর্মীদের সহযোগিতার কোন বিকল্প নেই। যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। ঈশ্বরগঞ্জ উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি ঈশ্বরগঞ্জ উপজেলায় ভালো কিছু করতে চাই। এ উপজেলাকে মাদক, চাঁদাবাজি, যানজট নিরসন সহ বিভাগীয় দপ্তরিক কাজের মাধ্যমে সেবা গ্রহীতাদের সেবা সততা ও নিষ্ঠার সাথে শতভাগ নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর। সরকারী কর্মকর্তা কর্মচারীদের যথাসময়ে অফিসে আগমন প্রস্থান ও যথাযত সেবা দান প্রদান করার জন্য তাঁর প্রচেষ্টা অব্যহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আমি এ উপজেলায় যতদিন আছি আপনারা আমাকে সহযোগিতা করবেন। কোন অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে না। অন্যায়ের প্রতি জিরো ট্রলারেন্স থাকবে।
তিনি এর পূর্বে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। বিসিএসের ৩৪ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর ৪৯তম...
নওগাঁ প্রতিনিধি: চলতি শীত মৌসুমে নওগাঁর উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শীতের দাপট।...
পঞ্চগড় প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদে...
নওগাঁ প্রতিনিধি: ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী নাহিদ ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্...
মন্তব্য (০)