• অপরাধ ও দুর্নীতি

বিরামপুর সীমান্তে দালালসহ ৮ জন আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ ভারতে পাচারের সময় দিনাজপুরের বিরামপুরের অচিন্তপুর সীমান্তের ৩ পাচারকারি দালাল এবং ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতদের আজ ৭ জানুয়ারী পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করেছেন তারা।

বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল করিম জানান , বিনা পাসপোর্টে অবৈধ ভাবে ভারতে যেতে সীমান্তের ২৯৪/৩ সাব পিলার হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপড়া গ্রামে দালালসহ ৮জন অপেক্ষা করছিল। ওই খবর পেয়ে গতকাল সোমবার বিকেলে অভিযান চালায় বিজিবির ২৯ ব্যাটালিয়নের অচিন্তপুর বিওপির টহলদলের সদস্যরা।  এসময় গ্রামবাসীর সহায়তায় আটক ৮জনের মধ্যে বগুড়া সদরের সাবগ্রামের মৃত নগেন চন্দ্র দেবনাথের ছেলে শ্রী মংলা চন্দ্র দেবনাথ (৫২) তার তিন ছেলে শ্রী গনেশ চন্দ্র দেবনাথ (৪০), শ্রী সোহাগ দেবনাথ (৩১) এবং শ্রী বুদা চন্দ্র দেবনাথ (৩৫), বুদা চন্দ্র দেবনাথের ছেলে শ্রী বিকাশ চন্দ্র দেবনাথ (১৬) রয়েছে।

অভিযানের সময় দুই দেশের দ্বৈত নাগরিক বিরলের আকড়গ্রামের মোতালেব হোসেনের ছেলে কামরুজ্জামান হিটলার (৩৫)  পাচারে সহায়তাকারী বিরামপুরের চাপড়া গ্রামের বাবু মন্ডলের ছেলে মোঃ মমিনুর রহমান (৩৫) কে আটক করা হয়েছে। অভিযানের সময় বিজিবির হাত ফসকে ভারতে ঢুকে পড়া বিরামপুরের চাপড়া গ্রামের কায়েজ উদ্দিনের ছেলে ছইবুর রহমান (৩২) বিএসএফের ৬১ ব্যাটালিয়নের দিঘীপাড়া ক্যাম্পের সহায়তায় আটক করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

 পাচারে সহায়তাকারী বিরামপুরের গোপালপুর গ্রামের বিষু মিয়ার ছেলে রুস্তম আলী(২৭), মৃত জহির উদ্দিনের ছেলে মইনুর রহমান(৩২), শাহজাহানের ছেলে মোঃ সোহেল (২৭), কফিল উদ্দিনের ছেলে মোঃ রাজু (৩৫) এবং মজির উদ্দিনের ছেলে মোঃ সোহেল(৩৫) বিজিবির উপস্হিতি টের পেয়ে ঘটনাস্হল থেক পালিয়ে গেছে। 

আটককুতদের তল্লাশী করে ৫টি মোবাইল ফোন ৮টি ভারতীয় সিমকার্ড, ৮টি বাংলাদেশী সিমকার্ড, ১টি মোবাইল চার্জার, ৪টি বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র, ১টি ভারতীয় আধার কার্ড এবং ১টি ভারতীয় প্যানকার্ড জব্দ করেছেন বিজিবির সদস্যরা। জব্দ সামগ্রীর সিজার মূল্য ধরা হয়েছে ৬৯ হাজার ৬শত টাকা।

এদিকে আটক ৫ জন বাংলাদেশীদের দাবি, তারা দীর্ঘদিন থেকে ভারতে শ্রমিকের কাজে আসছেন।  কিছুদিন আগে সীমান্ত পেরিয়ে বাড়ীতে ফিরে আবারো কাজে যোগ দিতে দালালের মাধ্যমে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করতে বিরামপুর সীমান্তে জড়ো হয়েছিল। 

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড করা হয়েছে।  আজ মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

চাটমোহরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগ...

image

কুড়িগ্রামে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই, ৬ পুলিশ সদস্য ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মাদককারবারিকে পুলিশে...

image

কুড়িগ্রামে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ৫ কেজি ৪'শ গ্রাম গাঁজাসহ এক মাদ...

image

রৌমারীতে ৯৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ৯৪ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারি...

image

দিনাজপুরে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র&z...

  • company_logo