• অপরাধ ও দুর্নীতি

টেকনাফে কোস্ট গার্ড"র অভিযানে ১৬ ডাকাত ও মাদক পাচারকারী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে কোস্ট গার্ড"র অভিযানে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এসময় ১৬ জন ডাকাত ও মাদক পাচারকারী আটক করা হয়েছে।  উদ্ধার করা হয়েছে ১০ হাজার  পিস ইয়াবা, ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা গোলা। নিহত ও আটককৃতদের নাম পরিচয় এ রিপোর্ট লিখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

৩ জানুয়ারি শুক্রবার  দিবাগত  রাত ১১ টার সময়  বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ ও বিসিজি আউটপোস্ট শাহপরী টিম যৌথ ভাবে শাহপরীর দ্বীপ সমূদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এদের আটক করে। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা 

লে: কমান্ডার (বিএন) মো: সিয়াম-উল- হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,, টেকনাফ শাহপরীর দ্বীপ সমূদ্র এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে এমন 

 তথ্যের ভিত্তিতে ৩ জানুয়ারি রাত ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ ও বিসিজি আউটপোস্ট শাহপরী কর্মকর্তারা যৌথ ভাবে শাহপরীর দ্বীপ সমূদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন । অভিযান চলাকালীন মিয়ানমারের মংডু জেলার নাইক্ষ্যংদিয়া এলাকা হতে একটি বড় ইঞ্জিন চালিত ফিশিং বোট বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে। কোস্ট গার্ড আভিযানিক দল উক্ত বোটটিকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে কক্সবাজারের দিকে পালাতে শুরু করে। কোস্ট গার্ড সদস্যগণ ফাঁকা গোলার মাধ্যমে বোটটিকে থামার সংকেত প্রদান করলে সন্দেহভাজন বোটটি কোস্ট গার্ড এর উপর অতর্কিত গুলি বর্ষন শুরু করে। এসময় কোস্ট গার্ডের আভিযানিক দল আত্মরক্ষার্থে এবং বোটটিকে অকেজ করার উদ্দেশ্যে  ওয়াটার লাইন এবং ইঞ্জিন রুম বরাবর গুলি চালায়। এতে করে বোটটি থেমে যায় এবং অভিযানিক দল  বোটটিকে আটক করতে সক্ষম হয়। পরে বোটটি তল্লাশী করতঃ ১০ হাজার পিস ইয়াবা, ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা গোলা ও ১৬ জন ডাকাত ও মাদক পাচারকারী আটক করা হয়। বোটটিতে তল্লাশী চলাকালে ইঞ্জিনরুমে একজন পাঁচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আটককৃত ডাকাত ও মাদক পাঁচারকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মিয়ানমার হতে মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসার সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সমূদ্রে ফেলে দেয়। সমুদ্রে ফেলে দেয়া মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলমান রয়েছে। 

জব্দকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও আটককৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। 

মন্তব্য (০)





image

রৌমারীতে ৯৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ৯৪ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারি...

image

দিনাজপুরে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র&z...

image

উলিপুরে ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে একটি ইটভাটার মালি...

image

ফরিদপুরে তরুনীকে গণধর্ষণ,আটক ৬

 ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় এক তরুনীকে গণধর্ষনের পর জোরপূর্বক ...

image

ফরিদপুরে ১৩ বছরের কিশোর চালককে হত্যা করে রিকশা ছিনতাই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে হুসাইন নামে ১৩ বছরের এক কিশোর অটোরিকশা ...

  • company_logo