• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে ঘুস মামলার সাজা ঘোষণা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা করবেন নিউ ইয়র্কের একটি আদালত।  তবে তাকে কারাদণ্ড বা অন্য সাজা দেওয়ার সম্ভাবনা নেই বলে শুক্রবার (৩ জানুয়ারি) একজন বিচারক জানিয়েছেন।  খবর রয়টার্সের।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।  তার দশ দিন আগেই তার সাজা ঘোষণা করা হবে। 

পর্ন তারকাকে ঘুষকাণ্ডে ম্যানহাটনের আদালত আগেই ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে।  তবে, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রেখেছিল আদালত।  এ প্রেক্ষিতে আদালতে মামলা প্রত্যাহারের আবেদন জানান ট্রাম্প।  কিন্তু বিচারক জুয়ান মার্চেন পূর্বের নির্দেশই বহাল রাখেন।  ট্রাম্পের আইনজীবীদের যুক্তি খারিজ করে দেন তিনি।  তবে তাকে কারাদণ্ড দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছেন বিচারক। 

কারাদণ্ড না হলেও এই মামলায় আদালতের নির্দেশের ফলে ‘দোষী সাব্যস্ত অপরাধী’ হিসেবেই শপথ নিতে হবে ট্রাম্প।  বিচারকের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে হবু এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি একটি অবৈধ রাজনৈতিক আক্রমণ।  কারচুপি ছাড়া আর কিছুই নয়।

পর্ন তারকাকে ঘুস দেওয়ার মামলায় ট্রাম্পকে নিয়ে বিতর্ক দীর্ঘ দিন ধরেই চলছে।  ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডন্ট হওয়ার আগে থেকে এই বিতর্কের সূত্রপাত। পর্নতারকা স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুস দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। 

অভিযোগ অনুসারে, স্টর্মির সঙ্গে শারীরিক সম্পর্কের পরে ২০১৬ সালের নির্বাচনি প্রচারের সময়ে তার মুখ বন্ধ রাখতে ওই ঘুস দিয়েছিলেন ট্রাম্প।  প্রথমে ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন ওই পর্ন তারকাকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুস দেন।  পরে কোহেনকে সেই অর্থ মেটাতে গিয়ে ব্যবসায়িক নথি জাল করার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে।  যদিও বার বারই এই অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প। 

মন্তব্য (০)





image

কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৪

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত চারজনের প্রাণ গেছে। সেখানে ...

image

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পরমাণু কর্মসূচিতে হামলার ঝুঁকিতে...

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা যুদ্ধকে কেন্দ্র করে গত ১ অক্টোবর ইসরাইলের বিরুদ্...

image

গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ৩৩ জিম্মির বিনিময়ে ৭৩৭ ফিলিস্তিন...

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে হামাসের হাতে আটক ...

image

গাজায় মোট নিহত ৪৬ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বর্বরতায় গত...

image

পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান

আন্তর্জাতিক ডেস্কঃ আর্থিক সংকটের মধ্যে থাকা পাকিস্তানে স্বর্ণের খনির সন্...

  • company_logo