• অর্থনীতি

বাকৃবির উদ্যোগে গবাদিপশুর রোগ প্রতিরোধে ভ্যাক্সিনেশন কর্মসূচি

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি টিচিং হাসপাতাল শতাধিক খামারির গবাদিপশুকে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) এবং পেস্টিডিস পেটিটস ইন রুমিন্যান্ট (পিপিআর) রোগের ভ্যাক্সিন বিনামূল্যে প্রদান করেছে।

রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বাকৃবি সংলগ্ন দক্ষিণ চর কালীবাড়ী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

লাম্পি স্কিন ডিজিজ গরুর জন্য একটি মারাত্মক ভাইরাসজনিত চর্মরোগ, যা খামারিদের জন্য আর্থিক ক্ষতির কারণ। বাংলাদেশে এটি প্রথম সনাক্ত হয় ২০১৯ সালে, চট্টগ্রামে। পিপিআর রোগটি ছাগল ও ভেড়ার জন্য প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা তাদের স্বাস্থ্যহানি ও মৃত্যু ঘটায়।

ভ্যাক্সিন প্রদান কর্মসূচির সভাপতিত্ব করেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. কে এম আনিসুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান এবং প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য মো. রাকিব উদ্দিন, ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেন, আইআইএফএস পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুব আলম, স্মার্ট এগ্রিকালচারারের পরিচালক অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান, এবং ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে অতিথি ও শিক্ষার্থীরা ভেটেরিনারি আউটরিচ ক্লিনিক, ট্রেনিং ও রিসার্চ সেন্টারের বরাদ্দকৃত স্থান সরেজমিনে পরিদর্শন করেন।

প্রধান অতিথি অধ্যাপক ড. মুজিবর রহমান বলেন, গবাদিপশুর রোগ প্রতিরোধ ও সুচিকিৎসায় ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগ প্রশংসনীয়। এর ফলে এলাকার পশুসম্পদ উৎপাদন বাড়বে এবং আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, আমরা এই এলাকার গবাদিপশুর জন্য নিয়মিত টিকা সরবরাহ করে আসছি। আউটরিচ সেন্টারটি চালু হলে বিশ্ববিদ্যালয়ের সেবার পরিসর আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

মন্তব্য (০)





image

সূচকের ওঠানামার মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে

অর্থনীতি ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ মার্চ) দেশের প্রধান শে...

image

গুলশানে জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ...

অর্থনীতি ডেস্ক: ঢাকার গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স ...

image

সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে

অর্থনীতি ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৬ মার্চ) দেশের প্রধান শেয়...

image

বগুড়ায় নিরাপদ প্রাণিজ আমিষ  সরবরাহে 'ফ্রেশ ফার্মাস' এর য...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বুধবার বিকেলে সরকারি আজিজুল হক কলেজ নতুন ভব...

image

সূচকের ওঠানামার মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে

অর্থনীতি ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ মার্চ) দেশের প্রধান শেয়ার...

  • company_logo