• অর্থনীতি

সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সঞ্চয়পত্রের হার বাড়িয়ে দিলে সবাই সঞ্চয়পত্র কিনবে, কেউ ব্যাংকে টাকা রাখবে না। ব্যাংকগুলোতে তারল্য (লিকুইডিটি) একটি বড় বিষয়। আমাদের তো ভারসাম্য বজায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। সবাই যদি সঞ্চয়পত্র কিনে, তাহলে ব্যাংকগুলো টাকা পাবে কোথা থেকে?

শনিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা সরকারি সফরে প্রথমবারের মতো নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গিয়েছেন। 

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে ব্যাংকিং খাতকে সংকটমুক্ত করা যাবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের টাকা-পয়সা নিয়ে অনেকেই বিদেশে চলে গেছে। এ ধরনের ঘটনা পৃথিবীর আর কোনো দেশে ঘটেনি। ব্যাংকিং খাতে সংস্কার একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া, যা আমরা করতে পারব না—নির্বাচিত সরকার এসে তা করবে।

তিনি আরও বলেন, কিছুদিন আগে আর্থিকভাবে দুর্বল ১২টি ব্যাংককে ৫২ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে দেওয়া হয়েছিল ২২ হাজার কোটি টাকা। আমরা চেষ্টা করছি, তবে এটা কোনো স্থায়ী সমাধান নয়।

এসময় বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে ইসলামী ব্যাংক একটি বড় উদাহরণ। প্রাইভেট সেক্টরের বড় এই ব্যাংকে এখন আবার আস্থা ফিরে এসেছে। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও একটি আইন হয়েছে—‘ব্যাংক রেজ্যুলেশন অ্যাক্ট’। এই আইনের প্রথম শর্ত হলো: যারা ব্যাংকে টাকা জমা দিয়েছেন, তাদের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। কারও টাকা হারিয়ে যাবে না—হয়তো কিছুটা সময় লাগতে পারে। কোন কোন ব্যাংকের ব্যবসা ভালো না, সেগুলো পুনরুদ্ধারে সময় লাগবে। এগুলোর হিসাব করা হচ্ছে এবং আমরা কারিগরি সহায়তা নিচ্ছি—কীভাবে সঠিকভাবে মূল্যায়ন (Assessment) করতে হয়, সেটি শেখার জন্য।

এনবিআরে চলমান অস্থিরতা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সমস্যা সমাধানে তাদের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। আলোচনার মাধ্যমে যা যা করা লাগবে আমরা করবো। পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটিও করে দেওয়া হয়েছে।

এসময় উপদেষ্টার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সাংবাদিকদের সাথে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ)-এর...

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকদের সাথে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডা...

image

ট্রাম্পের শুল্ককে ‘ইতিবাচক’ বললেন ড. জাহিদ হোসেন

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি আরোপ করা শুল...

image

২য় বারের মতো কমনওয়েলথ পার্টনারশীপ সামিট এন্ড বিজনেস এক্সি...

নিজস্ব প্রতিবেদকঃ দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয়, দ্...

image

‘আমদানি-রপ্তানিকারকদের কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা যাবে না’

নিউজ ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খা...

image

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও জেবিএস হোল্ডিংসের মধ্যে সমঝোতা...

নিউজ ডেস্ক :  মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং জেবিএস হ...

  • company_logo