• রাজনীতি

তারেক রহমান কবে দেশে ফিরছেন, অপেক্ষায় দলের নেতা-কর্মীরা

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন প্রায় ১৬ বছর। সম্প্রতি তার দেশে ফেরার আলোচনা তৈরি হয়েছে।

২০০৭ সালের ওয়ান-ইলেভেন সরকার ও পরে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অন্তত ৮৪টি মামলা হয় তার বিরুদ্ধে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে এসব মামলার সিংহভাগ নিষ্পত্তি হয়ে গেছে। বাকিগুলোও একই পথে। এ প্রেক্ষাপটে তারেক রহমান কবে দেশে ফিরছেন, সেই প্রহর গুনছেন তার দলের নেতা-কর্মীরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়টি খোলাসা করেছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, তারেক রহমান আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। মামলা তার নিজস্ব গতিতে চলবে। অতএব, মামলার জন্য তার দেশে আসা না আসা কোনো প্রভাব ফেলবে না।

তিনি বলেন, ওয়ান ইলেভেনের প্রায় প্রত্যেকটা মামলা বাতিল হয়ে গেছে। আর শেখ হাসিনার সময়ে মানহানি মামলা করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩৬টা মামলা খারিজ হয়ে গেছে। আর ১৮/১৯টার মতো মামলা আছে। ওনার (তারেক রহমান) দেশের আসার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ উনি যথাযথ সময়ে নেবেন।    

২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সরকার কথিত অভিযানের নামে ব্যাপক ধরপাকড় করে। সেসময় গ্রেপ্তার করা হয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীদের। ওই বছরের ৭ মার্চ গ্রেপ্তার হন তারেক রহমান। কারাগারে থাকাকালে তিনি প্রচণ্ড নির্যাতনের শিকার হন। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে লন্ডন চলে যান বিএনপির এই নেতা। তখন থেকে সেখানেই অবস্থান করছেন তিনি।

মন্তব্য (০)





image

বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা...

image

গাজীপুরে বিএনপির বিরুদ্ধে গণতন্ত্র মঞ্চের নেতাদের সংবাদ স...

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গণতন...

image

শেখ হাসিনা গণতন্ত্রের যে ধারাকে ধ্বংস করেছে তা ফিরিয়ে আন...

ফরিদপুর প্রতিনিধিঃ  স্বাধীনতার পরে জিয়া পরিবারের বিরুদ্ধে সবচেয়ে বেশি ...

image

মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ...

image

ঈশ্বরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা আটক

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ ও...

  • company_logo