• লিড নিউজ
  • আন্তর্জাতিক

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রায় ৬ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  স্বাধীনতা দিবস উপলক্ষে ৫ হাজার ৮৬৪ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। বন্দিদের মধ্যে ১৮০ জন বিদেশি নাগরিক রয়েছেন।

 শনিবার (৪ জানুয়ারি) মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ৪ জানুয়ারি মিয়ানমারের স্বাধীনতা দিবস। ১৯৪৮ সালের এই দিনে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। দিনটি উপলক্ষ্যে দেশটিতে জাতীয় ছুটি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, পতাকা উত্তোলন, সামরিক কুচকাওয়াজ ও জনসমাবেশের আয়োজন করা হয়েছে।

২০২১ সালের শুরুর দিকে নির্বাচিত একটি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবহিনী। এর পর থেকেই দেশটিতে অস্থিতিশীলতা বিরাজ করছে। জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারী গণতন্ত্রপন্থিদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছে। যার ফলে দেশজুড়ে একটি সশস্ত্র বিদ্রোহ সৃষ্টি হয়েছে।

রয়টার্স জানিয়েছে, এ বছর মিয়ানমারে নির্বাচন আয়োজন করবে বলছে জান্তা সরকার। তবে বিরোধী দলগুলো এই নির্বাচনের পরিকল্পনাকে একটি ভণ্ডামি বলে তীব্র সমালোচনা করেছে।

এদিকে জান্তা সরকারের হাতে বন্দি রয়েছেন দেশটির সাবেক নেত্রী নোবেল বিজয়ী অং সান সুচি। ৭৯ বছর বয়সী সুচি বর্তমানে ১৪টি অপরাধের অভিযোগে ২৭ বছরের সাজা ভোগ করছেন। যার মধ্যে উসকানি, নির্বাচনে জালিয়াতি এবং দুর্নীতির অভিযোগও রয়েছে।

তিনি এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন অং সান সুচি।

মন্তব্য (০)





image

মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণের মামলায় ৭ জন কারাগারে

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সেন্টুলে এক বা...

image

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পশ্চিমা ...

নিউজ ডেস্কঃ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া...

image

ভারতের চেয়ে ভালো বাংলাদেশের জিডিপি: মহুয়া মৈত্র

নিউজ ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের আইনপ্রণেতা মহুয়া মৈত্র অনুপ্রব...

image

ওবায়দুল কাদেরের কুকীর্তি ফাঁস করল ভারতীয় মিডিয়া

নিউজ ডেস্কঃ টেলিগ্রামে চাঁদাবাজি, অননুমোদিত গ্রুপ পরিচালনা ও...

image

দেড় ঘণ্টায় চার ভূমিকম্প বঙ্গোপসাগরে

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরের আন্দামানের পোর্ট ব্লেয়ারের অদূরে ম...

  • company_logo