• তথ্য ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ গ্রুপে কে কে অনলাইনে আছে বুঝবেন যেভাবে

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি অসংখ্য গ্রুপে যুক্ত থাকেন। পরিবার থেকে বন্ধু, অফিস কলিগ থেকে শুরু করে আরও নানান ধরনের গ্রুপে যুক্ত থাকেন হোয়াটসঅ্যাপে। মেটার মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট নিয়ে আসছে। গ্রুপের জন্যও নানান ফিচার যুক্ত করছে সংস্থাটি।

অনেক সময় হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপে মেসেজ দিলেন কিন্তু যাকে দেখাতে চান কিন্তু সে হয়তো অনলাইনে নেই। কিন্তু সত্যিই তিনি অনলাইনে নেই নাকি ইচ্ছা করেই দেখছে না বুঝে নিতে পারবেন এক ক্লিকেই। গ্রুপে কে কে অনলাইনে আছে তা জানা যাবে সহজেই।

এমনই এক নতুন ফিচার শিগগির যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। গ্রুপের কতজন মেম্বার অনলাইনে রয়েছেন, সেই সংখ্যা গ্রুপ চ্যাটের উপরের বারে ফুটে উঠবে। যে কেউ সহজে দেখে নিতে পারবেন। গ্রুপ অ্যাডমিন থেকে মেম্বার সবারই সুবিধা হবে।

ওয়েববিটাইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ‘গ্রাহকদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ চ্যাট ইন্টারফেসে বেশ কিছু পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে বলে মনে হচ্ছে।’ জানানো হয়েছে, এর ফলে মেসেজিং অ্যাপের লুকেও কিছু বদল আসতে পারে।

অ্যান্ড্রয়েড ২.২৪.২৫.৩০ আপডেটের জন্য লেটেস্ট হোয়াটসঅ্যাপ বিটাকে ধন্যবাদ। গুগল প্লে স্টোরেই পাওয়া যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি, গ্রুপ চ্যাটের জন্য হোয়াটসঅ্যাপ একটি অনলাইন কাউন্টার ফিচার চালু করেছে।

বিটা টেস্টাররা এই ফিচার পরীক্ষা করে দেখছেন। গ্রুপ চ্যাটের উপরে অ্যাপ বারে কতজন গ্রুপ মেম্বার অনলাইনে রয়েছে, সেই সংখ্যা ফুটে উঠছে। আগে অ্যাপ বারে গ্রুপ সদস্যদের নাম এবং তাদের কার্যকলাপের সারাংশ দেখানো হত।মেটা এখন অ্যাপ বারে সেটাকে বদলে অনলাইনে থাকা সদস্যদের সংখ্যা দেখাচ্ছে। যে সব সদস্য প্রাইভেসি সেটিংসে অনলাইন স্ট্যাটাস ভিজিবিলিটি বন্ধ করেছেন, তাদের অনলাইনে থাকা সদস্য সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে না। রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে ইউজারদের প্রাইভেসিকেই অধিক গুরুত্ব দিচ্ছে হোয়াটসঅ্যাপ। সেই জন্য তারা অনলাইনে থাকলেও গোনায় ধরা হবে না।

 

মন্তব্য (০)





image

এবার বড়সড় পরিবর্তন আসছে জি-মেইলে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সব...

image

গোপালপুরে ইটভাটা মালিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গোপালপুর  প্রতিনিধিঃ ইটভাটা মালিকদের হয়রানি বন্ধে ৭ দফা দাবিতে, টাঙ...

image

মা‌নিকগ‌ঞ্জে নি‌জের তৈ‌রি করা বিমানে আকাশে উ‌ড়ছে জুলহাস

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ  মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে...

image

এসি কেনার আগে সবার যে বিষয়টা মাথায় রাখতে হবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক:  শীত প্রায় শেষ, বলা যায় গরমও চলে এসেছে। সূর্যের তাপ...

image

মাত্র ১৯ মিনিটেই সম্পূর্ণ চার্জ হবে শাওমি ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক: যারা ফটোগ্রাফি ভালোবাসেন এবং একটি দুর্দান্ত ক্যামের...

  • company_logo