• শিক্ষা

কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলে পুস্তক বিতরণী অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত ‘কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল’-এ পাঠ্য পুস্তক বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

নতুন বছরের প্রথম দিন ০১ জানুয়ারি (বুধবার) সকালে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য পুস্তক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বছরের প্রথম দিনই ফুলের মতো ছোট্ট সোনামণি তোমাদের মাঝে এসে নতুন পাঠ্য পুস্তক তুলে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আশা করি লেখা-পড়া করে তোমরা জীবনে অনেক বড় হবে। তবে তোমাদের লেখা-পড়ার পরিবেশ যেন আরও সুন্দর ও আকর্ষণীয় হয় সেই দিকে আমাদের নজর রয়েছে। আমরা তোমাদের খুব দ্রত সময়ের মধ্যেই পাঁচতলা বিশিষ্ট নবনির্মিত ভবনে নিয়ে যাব ইনশাল্লাহ।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। স্বাগত বক্তব্য দেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. লুপা খাতুন এবং সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক মোসা. সাবিনা ইয়াসমিন।

অনুষ্ঠান শেষে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের জন্য নবনির্মিত পাঁচতলা বিশিষ্ট ভবন সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপাচার্য আগামী জুন মাসের মধ্যেই ভবনটির সকল কাজ সম্পন্ন করতে ঠিকাদার প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীদের নির্দেশ প্রদান করেন। আগামী জুন মাসেই বিশ্ববিদ্যালয়ের স্কুলের সকল কার্যক্রম নবনির্মিত ভবনে নিয়ে আসার ঘোষণা দেন উপাচার্য।

মন্তব্য (০)





image

শিক্ষা নিশ্চিত করে প্রতিবন্ধী জনগোষ্ঠীর কর্মসংস্থান গড়ে ...

সঞ্জু রায়, বগুড়া: বগুড়া জেলা প্রশাসক হোসনা...

image

মাস্টার্সের প্রথম সেমিস্টারে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ বাকৃ...

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এনভ...

image

বাকৃবিতে পশুপালন অনুষদের শিক্ষার্থীদের আন্দোলনে , ভেটেরিন...

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশু...

image

‎দশম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন প্রাথমিকের প্রধান শিক্...

নিউজ ডেস্কঃ সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ...

image

কলেজে ভর্তির আবেদন শুরু আজ, ৪৫ দিনে শেষ হবে প্রক্রিয়া

নিউজ ডেস্ক : দেশের সব সরকারি ও বেসরকারি কলেজে আজ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ...

  • company_logo