
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার কিংবা প্রয়োজনে রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকছে।
এছাড়া বিশ্ববিদ্যালয় বা রাষ্ট্রীয় আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি আরও কঠিন দণ্ডে দণ্ডিত হতে পারেন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তবে প্রয়োজনে তিনি স্বপ্রণোদিত হয়েও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে পাস হওয়া ‘ডাকসু ও হল সংসদ বিধিমালা ২০২৫’—এ এসব বিধান বলা হয়েছে।
বিধি অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করতে পারবেন না। একজন প্রার্থী পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দিতে যেতে পারবেন না। মনোনয়নপত্র দাখিল কিংবা প্রার্থিতা প্রত্যাহারের সময় অন্য কোনো প্রার্থী, ব্যক্তি, গোষ্ঠী বা ছাত্রসংগঠনের কেউ কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না।
যানবাহন ব্যবহার করে শোডাউন বা মিছিল নিষিদ্ধ। কোনো ভোটারকে আনা-নেওয়া করাও নিষেধ, তবে রিকশা ও সাইকেল ব্যবহার করা যাবে।
প্রচারণার জন্য নির্ধারিত সময় হলো প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে নির্বাচনের আগের ২৪ ঘণ্টা পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচার চালানো যাবে। তবে রাত ১০টার পর মাইক ব্যবহার করা নিষেধ। নির্বাচনে প্রার্থী ও ভোটার ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রচার চালাতে পারবেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো যাবে, তবে তা হতে হবে আইনসম্মত ও ইতিবাচক পদ্ধতিতে। ব্যক্তিগত আক্রমণ, চরিত্রহনন, গুজব বা অসত্য তথ্য প্রচার নিষিদ্ধ। সভা-সমাবেশ করার জন্য অন্তত ২৪ ঘণ্টা আগে অনুমতি নিতে হবে। একজন প্রার্থী বা তার গ্রুপ বিশ্ববিদ্যালয়ে তিনটি এবং প্রতিটি হলে একটি করে প্রজেকশন মিটিং করতে পারবেন।
চিফ রিটার্নিং কর্মকর্তা বা রিটার্নিং কর্মকর্তার অনুমোদিত স্থান ছাড়া ক্যাম্পাস বা হল এলাকায় কোনো সভা, সমাবেশ বা শোভাযাত্রা করা যাবে না। এছাড়াও, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ মানুষ এবং শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারে— এমন সড়কে কোনো ধরনের সমাবেশ কিংবা মঞ্চ স্থাপন করা নিষিদ্ধ।
সঞ্জু রায়, বগুড়া: বগুড়া জেলা প্রশাসক হোসনা...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এনভ...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশু...
নিউজ ডেস্কঃ সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ...
নিউজ ডেস্ক : দেশের সব সরকারি ও বেসরকারি কলেজে আজ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ...
মন্তব্য (০)