ছবিঃ সংগৃহীত
রংপুর ব্যুরো: কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে।
রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে ১০৯ তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড.মো: শওকত আলী।শাস্তির আওতায় আসা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মী।
এর আগে,গত ২৮ অক্টোবর একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মন্ডলসহ সাত কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
জানা গেছে, জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র আন্দোলনরত শিক্ষার্থী এবং বিভিন্ন সময়ে আবু সাঈদের উপর হামলার সঙ্গে জড়িত ৭২ জন শিক্ষার্থীর মধ্যে ১ জন বাদে বাকীদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।এরমধ্যে ছাত্রত্ব শেষ এমন ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যব¯’া নেয়া হবে।৩৩ জন শিক্ষার্থীকে দুই সেমিস্টার বহিস্কার এবং ২৩ জনকে এক সেমিস্টারের জন্য বহিস্কার করা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, গত ১৬ ও ১৭ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনরত আহত শিক্ষার্থীদের বেতন মওকুফ ও তাদের উন্নত চিকিৎসা দেয়া হবে। শিক্ষার্থীদেরকে নির্যাতনের ঘটনায় করা হবে মামলাও। ইতিমধ্যে আইনজীবি নিয়োগ করা হয়েছে।
তবে, শাস্তির আওতায় আসা শিক্ষার্থীদের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন বিশ্ববিদ্যিালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টোর ফেরদৌস রহমান বলেন, শিক্ষার্থীদের তালিকা হয়েছে তবে, এখনো প্রশাসনের সাক্ষর হয়নি। খুব দ্রæতই সাক্ষর হবে বলে জানান তিনি।
বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, গত শতিবার রাতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নেতাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে গতকাল অনুষ্ঠিত ১০৯তম সিন্ডিকেট সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শহীদ আবু সাঈদের বিশ^বিদ্যালয় প্রাঙ্গণে যেনো কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ থাকবে।¯’গিত থাকবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সমিতি বা ইউনিয়নের নির্বাচন আয়োজন । সবার আগে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা হবে।
উপাচার্য আরো জানান, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ে প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি নীতিমালা তৈরি করবে এবং শিক্ষার্থীদের বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে।
রংপুর ব্যুরোঃ মঙ্গলবার সকাল ৭টা ৫মিনিটে সারাদেশের মত রংপুরেও ভূমিকম্প অ...
নিউজ ডেস্কঃ গেল ১৫ বছরে গুমের ঘটনায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক...
নিউজ ডেস্কঃ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির...
নিউজ ডেস্কঃ দুদিন পর কুয়াশার চাদর ভেদ করে ঢাকায় সূর্যের দেখা মিলেছে। সকাল থেক...
নিউজ ডেস্কঃ দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জ...
মন্তব্য (০)