• সমগ্র বাংলা

কুড়িগ্রামে ধরলা ব্রীজের নীচে অজ্ঞাত এক ব্যক্তি লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা
  • ১০ আগস্ট, ২০২৪ ১৭:৩১:২৪

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ধরলা ব্রীজের নীচে পানি থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।আজ শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকায় ফুলবাড়ি ধরলা নদের  স্রোতে একটি লাশ ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন লাশটি পানি থেকে উঠিয়ে ব্রীজের পশ্চিম পাড়ে তুলে রাখে।

পরে স্থানীয় লোকজন ফুলবাড়ি উপজেলার প্রশাসনকে খবর দিলে ফুলবাড়ি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নওয়াবুর রহমান শিমুলবাড়ী ইউপি চৌকিদার কে ঘটনাস্থলে পাঠিয়ে দেন।লাশটির কোন অনুসন্ধান না পেয়ে পুনরায় পানিতে ভেসে দেন স্থানীয় লোকজন।এ বিষয়ে শিমুলবাড়ি ইউপি সদস্য মো: জমসেদ আলী ও চেয়ারম্যান শরিফুর আলম সোহেল অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন। কিন্তু পরবর্তীতে লাশের কোন খোঁজ খবর পাননি বলে জানান।

মন্তব্য ( ০)





  • company_logo