• লিড নিউজ
  • আন্তর্জাতিক

লেবাননে হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার হাম্মাদি গুলিতে নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের পূর্বাঞ্চলে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার শেখ মুহাম্মদ আলী হাম্মাদি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম আল-আখবারের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে নিজ বাড়ির সামনে বন্দুকধারীদের গুলিতে তিনি প্রাণ হারান।

হামলার সময় দুটি গাড়িতে আসা বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাম্মাদি সেখানে মৃত্যুবরণ করেন।

তবে ইসরাইল বা কোনো গোষ্ঠী এখনো এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। 

আলী হাম্মাদি কয়েক দশক ধরে এফবিআই-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। ১৯৮৫ সালে লুফথানসার ফ্লাইট ৮৪৭ ছিনতাইয়ের ঘটনায় তার সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই ছিনতাইয়ের ঘটনায় বেশ কয়েকজন আমেরিকানসহ ১৫৩ যাত্রীকে জিম্মি করা হয়। ছিনতাইকালে এক মার্কিন নাগরিককে নির্যাতন করে হত্যা করা হয়।

হিজবুল্লাহ কমান্ডারের এই হত্যাকাণ্ড এমন সময়ে ঘটল, যখন হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরাইলের সঙ্গে সংঘাতের মধ্যে রয়েছে। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে চলা ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে এই সংঘর্ষে সংগঠনটির মহাসচিবসহ অন্তত সাতজন শীর্ষ কমান্ডার নিহত হন।

ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যকার উত্তেজনা এবং লেবাননে ইসরাইলের সামরিক অভিযান এই অঞ্চলের স্থিতিশীলতাকে আরও অস্থিতিশীল করে তুলেছে।

এই হত্যাকাণ্ড হিজবুল্লাহর জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে এটি এমন সময়ে ঘটল, যখন সংগঠনটি অভ্যন্তরীণ এবং বাহ্যিক চ্যালেঞ্জের মুখোমুখি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস

মন্তব্য (০)





image

ইরানে সামরিক বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের হামাদান প্রদেশের কাবুদারাহাং শহরে একটি সামরিক ...

image

চার শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ হোয়াইট হাউসে ফিরেই চার শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছ...

image

তুরস্কে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কে একটি হোটেলে ভয়াবহ আগুন লেগে অন্তত ১০ জনের মৃত...

image

ইন্দোনেশিয়ায় মিধসে অন্তত ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় সেন্ট্রাল জাভার পেকানোনগান শহরে ভূমিধসে ...

image

পাকিস্তানে আবার ১৯৭১ সালের ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে: ই...

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশ...

  • company_logo