ছবিঃ সিএনআই
মাগুরা প্রতিনিধি: মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় ও পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) দিনব্যাপী মাগুরা পুলিশ লাইন্স মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন মো. ফরহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা (বিপিএম)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পুলিশ লাইনস্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রোকশানা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মিনা মাহমুদা (বিপিএম) সহ অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানান পুলিশ লাইন্স স্কুলের শীক্ষার্থীবৃন্দ।
কপত উড়িয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাগুরা পুলিশ লাইন্স স্কুলের সভাপতি মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা (বিপিএম)।
ক্রীড়া প্রতিযোগিতায় শীক্ষার্থীরা বিস্কুট দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, মোরোগ লড়াই, গোলোক নিক্ষেপ, ৫০ ও ১০০ মিটার দৌড়সহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে।
পুলিশ সুপার মিনা মাহমুদা (বিপিএম) বলেন, খেলাধুলা আমাদের Discipline শিখায়। লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। যেকোন খারাপ অভ্যাস থেকে বিরত থাকতে এবং অবসর সময়কে সঠিকভাবে কাজে লাগাতে ছাত্র-ছাত্রীদের নিয়মিত খেলাধুলা করতে বলেন। তিনি আরো বলেন, মাগুরা পুলিশ লাইন্স স্কুলকে একটি মডেল স্কুল হিসেবে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে পুলিশ লাইন্স স্কুলের শিক্ষকবৃন্দ, পুলিশ লাইন্স স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের দাবি আদায়ে...
গোপালপুর প্রতিনিধিঃ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার ...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ত...
পঞ্চগড় প্রতিনিধি: নিয়োগ বাণিজ্য, ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পঞ্চগড় জেলা ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. খাসরু আলম সাগর (৩৪) নাম...
মন্তব্য (০)