• তথ্য ও প্রযুক্তি

ঈশ্বরগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।  

১৪ই জানুয়ারি ২০২৫ বিকেলে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় এই মেলার সমাপনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ। 

‘বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই বিজ্ঞান মেলায় ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রযুক্তি পণ্য প্রদর্শন করেন।  

উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে গত মঙ্গলবার মেলার উদ্বোধন করেন এবং পরে খুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে তাদের কাজের প্রশংসা করেন।

বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি, যারা প্রতিযোগিতায় সফল হয়নি, তাদের জন্য শান্তনা পুরস্কার প্রদান করা হয়।  বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসাইন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমার শেঠ, একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামান, এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্কুল-কলেজ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।  

এবারের বিজ্ঞান মেলা ছিল সত্যিই এক নতুন দিগন্তের সূচনা, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী মেধা এবং প্রযুক্তি পণ্যের মাধ্যমে আগামীর বাংলাদেশের জন্য তাদের যোগ্যতা প্রমাণ করেছে।  

বিজ্ঞান ও প্রযুক্তির এই মেলায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানকে শুভেচ্ছা জানিয়ে, উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বলেন, "বিজ্ঞান মনস্ক জাতি গঠনে এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে বিজ্ঞান মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।"  

মন্তব্য (০)





image

বিস্ফোরণ ঠেকাতে ফোনের তাপমাত্রা কম রাখবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন বিস্ফোরণ হওয়ার খবর এখন অনেক বেশি শোনা যায়। স্...

image

নম্বর লুকিয়ে রেখেও চ্যাট করতে পারবেন হোয়াটসঅ্যাপে!

তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপ বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যা...

image

ইনস্টাগ্রামের যে ফিচার পাবেন হোয়াটসঅ্যাপে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: এবার ইনস্টাগ্রামের জনপ্রিয় একটি ফিচার পাবেন হোয়াটসঅ্যাপে...

image

শার্শায় ৪৬তম জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৬তম বিজ্ঞান ...

image

গিজার ব্যবহার করার সময় কী কী বিষয় মাথায় রাখা জরুরি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাসাবাড়িতে শীতের সময় সবচেয়ে বেশি যে গ্যাজেটটি কাজে লাগে ...

  • company_logo