• তথ্য ও প্রযুক্তি

বারবার কল ড্রপ, সমাধান করবেন যেভাবে

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : আপনার মোবাইলে বারবার কলড্রপ হচ্ছে। এই কলড্রপ খুবই সাধারণ সমস্যা। যা সবাই কমবেশি মুখোমুখি হোন। শুধু যে সিম কোম্পানির সমস্যার কারণে কলড্রপ হয় তা কিন্তু নয়, ফোনের সমস্যার কারণেও অনেক সময় কলড্রপ হয়ে থাকে। জরুরি মুহূর্তে কলড্রপ ভীষণ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে নিজেই কলড্রপের সমস্যা সমাধান করবেন—

শুরুতেই আপনার ফোনের সিমকার্ড পরীক্ষা করে দেখুন। নিশ্চিত করুন যে সিমকার্ডটি সঠিকভাবে ঢোকানো হয়েছে কিনা। আর সিমকার্ডটি বের করে পরিষ্কার করে নিন। এরপর আবার সেট করুন। অনেক সময় নেটওয়ার্ক ফেইলিউর হলে একটি নোংরা বা আলগা সিমকার্ডের কারণেও হতে পারে।

এরপর দেখুন, নেটওয়ার্ক সেটিংস রিসেট ঠিক আছে কিনা। সেটিংস রিসেট করুন। ফোনের সেটিংসে যান। সেখান থেকে নেটওয়ার্ক সেটিংস রিসেট বিকল্পটি নির্বাচন করুন। এটি সব নেটওয়ার্ক সেটিংস ফ্যাক্টরি সেটিংসে নিয়ে আসবে। এবার নেটওয়ার্কের ধরন পরিবর্তন করুন। অনেক সময় ফোন অটো নেটওয়ার্ক মোডে সঠিক নেটওয়ার্ক খুঁজে পায় না। সে জন্য সেটিংসে গিয়ে ৪জি, ৩জি, অথবা ২জি-তে সেটিংস পরিবর্তন করে নিন। এরপরও ঠিক না হলে ফোনটিকে আপডেট করে নিন। পুরোনো সফটওয়্যারে নেটওয়ার্ক সমস্যা দেখা দিতে পারে। তাই ফোনের সিস্টেম আপডেট পরীক্ষা করুন এবং উপলব্ধ যে কোনো আপডেট ইনস্টল করে নিন।

এবার এসব কিছু করেই যদি সমস্যার সমাধান না করতে পারেন, তাহলে প্রথমেই নিজের ফোনটি রিস্টার্ট করুন। কখনো কখনো ফোনে ছোটখাটো প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়, যা কেবল এটি পুনরায় চালু করেই সমাধান করা যায়। এতে ফোন নেটওয়ার্ক সিগন্যাল পুনরায় সার্চ করবে এবং নতুন সেটিংসের সঙ্গে সংযোগ স্থাপন করবে।

এবার এরোপ্লেন মোড চালু এবং বন্ধ করতে দেখতে পারেন। যদি নেটওয়ার্ক হঠাৎ অদৃশ্য হয়ে যায়, তাহলে ১০-১৫ সেকেন্ডের জন্য এরোপ্লেন মোড চালু করতে হবে এবং তারপর এটি বন্ধ করতে হবে। এ পদ্ধতিটি ফোনটিকে আবার নেটওয়ার্ক সার্চ করতে সহায়তা করবে।

মন্তব্য (০)





image

দেশ সেরা এডটেক প্ল্যাটফর্ম লিড একাডেমী চালু করলো PGD in A...

নিজস্ব প্রতিবেদক : আজকের প্রতিযোগিতাতামলূক কর্পোরেট পরিবেশে ...

image

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু করল ওপেনএআই

তথ্য প্রযুক্তি ডেস্ক : বছরের শেষের দিকে স্পটিফাই র‍্যাপডের মতোই এবার...

image

নতুন চুক্তিতে যাচ্ছে টিকটক

তথ্য প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা ও পরিচালনায় বড় পরি...

image

২০২৫ সালে অনলাইনে সবচেয়ে বেশিবার সার্চ হওয়া ব্যক্তিত্ব

তথ্য প্রযুক্তি ডেস্ক : ২০২৫ সালে বিশ্বজুড়ে ইন্টারনেটে মানুষের আগ্রহ মূল...

image

শীতকালে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয় কেন?

তথ্য প্রযুক্তি ডেস্ক : শীতকালে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়া একটি সাধারণ...

  • company_logo