• তথ্য ও প্রযুক্তি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু করল ওপেনএআই

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : বছরের শেষের দিকে স্পটিফাই র‍্যাপডের মতোই এবার ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার আনল ওপেনএআই। ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ নামের এই ফিচারটি ব্যবহারকারীদের ২০২৫ সালে চ্যাটজিপিটির সঙ্গে কাটানো সময় এবং কথোপকথনের সংক্ষিপ্তসার দেখাবে।

ওপেনএআই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্টের মাধ্যমে ফিচারটি চালুর ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, যারা নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করেন, তাদের জন্য এটি একটি বছরের রিভিউ অভিজ্ঞতা হিসেবে কাজ করবে, যেখানে দেখা যাবে পুরো বছরের কথোপকথন ও আইডিয়া বিনিময়ের মুহূর্তগুলো।

ফিচারটি কিভাবে কাজ করবে:

ফিচারটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে ‘সেভ মেমোরি’ এবং ‘চ্যাট হিস্ট্রি’ সেটিংস চালু থাকতে হবে। যারা লগইন অবস্থায় এগুলো অন রাখবেন, তাদের জন্য ফিচারটি ধাপে ধাপে চালু হবে। বর্তমানে এটি সীমিত কয়েকটি দেশে পাওয়া যাচ্ছে—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায়। ভবিষ্যতে অন্যান্য দেশে এটি পাওয়া যাবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

এই বছরের রিভিউতে ব্যবহারকারীদের সঙ্গে চ্যাটজিপিটির কথোপকথন, সবচেয়ে বেশি যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং এক বছরের মধ্যে তৈরি করা গুরুত্বপূর্ণ আইডিয়াগুলোর সংক্ষিপ্তসার তুলে ধরা হবে। ওপেনএআইয়ের মতে, এটি অনেকটা স্পটিফাই র‍্যাপডের মতো, তবে এখানে গান নয়, দেখানো হবে আপনি চ্যাটজিপিটির সঙ্গে কতটা সময় কাটিয়েছেন এবং কোন ধরনের আলোচনায় বেশি যুক্ত ছিলেন।

কিভাবে দেখা যাবে:

যেসব দেশে ফিচারটি চালু হয়েছে, ব্যবহারকারীরা দিনে বিভিন্ন সময়ে অ্যাপে ঢুকে ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ অপশনটি খুঁজে দেখতে পারেন। এছাড়া নতুন চ্যাট শুরু করে ‘+’ বাটনে ক্লিক করে এই ফিচারটি চালু করা যাবে। চাইলে সরাসরি প্রম্পট হিসেবে লিখেও দেখা যাবে—“Show me my year with ChatGPT।”

চ্যাটজিপিটির ইতিহাসে এটি প্রথমবারের মতো বছর শেষের রিভিউ ফিচার, যা ব্যবহারকারীদের সঙ্গে এআইয়ের সম্পর্ককে আরও ব্যক্তিগত এবং স্মরণীয় করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

সূত্র: টেক টাইমস

 

মন্তব্য (০)





image

নতুন চুক্তিতে যাচ্ছে টিকটক

তথ্য প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা ও পরিচালনায় বড় পরি...

image

২০২৫ সালে অনলাইনে সবচেয়ে বেশিবার সার্চ হওয়া ব্যক্তিত্ব

তথ্য প্রযুক্তি ডেস্ক : ২০২৫ সালে বিশ্বজুড়ে ইন্টারনেটে মানুষের আগ্রহ মূল...

image

শীতকালে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয় কেন?

তথ্য প্রযুক্তি ডেস্ক : শীতকালে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়া একটি সাধারণ...

image

হ্যাশট্যাগ ব্যবহারে ইনস্টাগ্রামের নতুন নিয়ম

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইনস্টাগ্রাম এখন থেকে পোস্ট বা রিলসে হ্যাশট্যাগ ব্...

image

হ্যাশট্যাগ ব্যবহারে ইনস্টাগ্রামের নতুন নিয়ম

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইনস্টাগ্রাম এখন থেকে পোস্ট বা রিলসে হ্যাশট্যাগ ব্...

  • company_logo