• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে হত্যা মামলার ৩ আগামী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আতাউর রহমান বিপুল (৫০) নামে একজন হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার ভোররাতে গাজিপুর চক্রবর্তী ট্যাক  এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন, তানজিল ইসলাম তাসিন(২৬), মোঃ তাসলিমুল ইসলাম তমাল(২২), এবং বিন্দু তালুকদার। 

গত শুক্রবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।  

পুলিশ জানিয়েছেন, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি উত্তর পাড়া গ্রামের আনোয়ার হোসেন কালুর ছেলে আতাউর রহমান বিপুল মিয়া ও তোতা তালুকদার এর ছেলে আছাদুজ্জামান আপেল মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় বিরোধপূর্ণ জায়গায় আতাউর বিপুল মিয়া খড়ের পালা দিতে যায়। এ সময় আপেল মিয়া পরিবার বাঁধা দেন।  এ নিয়ে দুইপক্ষের মধ্যে কথাকাটা এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে বিপুল মিয়ার ডান পা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। পরে বিপুল মিয়ার মা আছমা বেগম ও স্ত্রী মুক্তা বেগম এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আহত বিপুল মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আছমা বেগম ও মুক্তা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত বিপুলের লাশ উদ্ধার করে‌। এ ঘটনায় আপেল মিয়ার মা বেগমকে(৬৫)  আটক করে।

নিহতের বাবা কালু মিয়া বলেন, আমার ছেলে বিপুলকে আপেল ও তার ভাগিনা রাব্বি সহ তাদের লোকজন আমার সামনে কুপিয়ে হত্যা আমার ছেলে হত্যা করেছে ‌। আমার স্ত্রী ও পুত্রবধূ মুক্তা বিপুলকে উদ্ধার করতে  গেলে তাদেরকেও  কুপিয়ে গুরুতর আহত করেছে।

এই ঘটনায় নিহত বিপুলের ভাই আলামিন বাদি হয়ে সরিষাবাড়ি থানায় ১০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

ঘটনার পর জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেন। এরপর ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন।

জামালপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুস সাকিবের নেতৃত্বে একটি গোয়েন্দা দল দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। 

আজ সোমবার ভোর রাতে গাজীপুর থেকে মামলার ৩ আসামীকে গ্রেফতার করে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুস সাকিব বলেন, তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে দুপুরে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় চার ঔষুধের দোকানীকে ২৭ হাজার টাকা জরিমানা

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়া পৌরসভার মেইন রোড, দেওদিঘী বাজার, ফু...

image

বগুড়ায় পুলিশ পাহারায় হাসপাতাল থেকে পালানো আসামি নওগাঁ থে...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে...

image

অবৈধ সম্পর্কের জেরে নবাবগঞ্জে অটোরিক্সা চালক খুন

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে অবৈধ সম্পর্কের জেরে খুন হয়েছেন রাকিব ...

image

সাতকানিয়ায় ম্যাজিস্ট্রেটের উপর হামলার চেষ্টা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার আমিলাইষে সাঙ্...

image

চাঞ্চল্যকর হত্যা মামলার আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফ...

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত ...

  • company_logo