• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় পুলিশ পাহারায় হাসপাতাল থেকে পালানো আসামি নওগাঁ থেকে গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি শাহাদত হোসেন কলম কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত আনুমানিক ১১ টায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানার নেহেন্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে সহায়তাকারী শাকিল নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেলে বগুড়া সদর থানায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

তিনি বলেন, গত ১৪ই জানুয়ারি রাতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার তিলকপুর গ্রামে ছিনতাই এর সময় স্থানীয় জনগণ কলম ও তার অপর আরেক সহযোগীকে আটক করে এলোপাথাড়ি মারপিট করে। যাতে তারা গুরুতর জখম হলে ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পুলিশ পাহারায় চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে হ্যান্ডকাপসহ শাহাদাত হোসেন কলম পালিয়ে যান। পরে বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসার নির্দেশনায় ও আদমদিঘী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফের নেতৃত্বে পুলিশের একটি টিমের অভিযানে শুক্রবার কলম এবং তাকে পালাতে সহায়তাকারী আরেক যুবক শাকিলকে নওগাঁর নিয়ামতপুর থেকে গ্রেফতার করা হয়। একই সাথে গ্রেপ্তার কলমের ভাড়া বাসার ইটের স্তুপ এর ভিতর থেকে উদ্ধার করা হয় পুলিশের হ্যান্ডকাপও। তিনি আরো বলেন এ ঘটনায় দায়িত্বরত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধেও নেয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা। দায়িত্বরত দুই পুলিশ সদস্যের একজনকে পুলিশ লাইন্স ও আরেকজনকে আরআরএফে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও এই ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

ব্রিফিংয়ে পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তার হওয়া কলমের বিরুদ্ধে এর আগেও  ডাকাতি, হত্যা, চুরি ও ছিনতাইসহ ৪টি মামলা বিচারাধীন রয়েছে। এখন নতুন করে ছিনতাইয়ের ঘটনায় জয়পুরহাটের আক্কেলপুর থানায় এবং পুলিশ পাহারা থেকে পালানোর ঘটনায় বগুড়া সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেলেই গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ব্রিফিংকালে এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন, আদমদিঘী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় চার ঔষুধের দোকানীকে ২৭ হাজার টাকা জরিমানা

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়া পৌরসভার মেইন রোড, দেওদিঘী বাজার, ফু...

image

অবৈধ সম্পর্কের জেরে নবাবগঞ্জে অটোরিক্সা চালক খুন

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে অবৈধ সম্পর্কের জেরে খুন হয়েছেন রাকিব ...

image

সাতকানিয়ায় ম্যাজিস্ট্রেটের উপর হামলার চেষ্টা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার আমিলাইষে সাঙ্...

image

চাঞ্চল্যকর হত্যা মামলার আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফ...

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত ...

image

ডাকাতির সময় ফাঁকা মাঠে নিয়ে গৃহবধুকে গণধর্ষণ, গ্রেফতার ৭

 নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাকাতিসহ গৃহবধুকে গণধর্...

  • company_logo