• রাজনীতি

শুধু হত্যার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও করতে হবে: রিজভী

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: শুধু হত্যার বিচার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও এই দেশে করতে হবে বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুহস্পতিবার দুপুরে ঢাকার দোহারের জয়পাড়া বিশ^বিদ্যালয় কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজভী আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ২৮শ কোটি টাকা লুটপাট করেছেন। এই টাকা সব জনগনের টাকা। তিনি বলেন, যেখানে শেখ হাসিনার দুটি পাসপোর্ট বাতিল করা হয়েছে সেখানে ভারত নতুন করে খুনী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে বাংলাদেশের মানুষকে হতাশ করেছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি বলেন, গত ১৭ বছর দেশের মানুষ শান্তিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কোন মিছিল মিটিং করতে পারেনি। আজ দেশ স্বাধীন হয়েছে,তাই বর্তমান সরকার সময় বিলম্ব না করে দ্রæত নির্বাচন দিন। গণতান্ত্রিক সরকার দেশ বাকি সংস্কার করবে।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সংগীত শিল্পী বেবী নাজনীন। বলেন, শহিদ জিয়উর রহমান একজন আদর্শবান মানুষ ছিলেন। তিনি স্বধীনতার ঘোষনা দিয়ে দেশের মানুষকে উজ্জিবিত করেছেন। আজ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আবারও নতুন বাংলাদেশ গঠণ হবে। জয়পাড়া বিশ^বিদ্যালয় ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভূইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুব দলের সহ-সভাপতি আবুল হাসেম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম নিরবসহ বিএনপি ও অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশবরেণ্য সংগীত শিল্পীরা।

মন্তব্য (০)





image

এনসিপি জোটে বিশ্বাসী নয়, কেউ আসতে চাইলে স্বাগত: হাসনাত আব...

নিউজ ডেস্ক : কারও বগলে না গিয়ে প্রয়োজনে রাজপথকে সংসদ বানানো হবে বলে জানি...

image

নির্বাচন বানচালে হামলার ঘটনা ঘটতে পারে, বিচলিত হওয়ার কিছু...

নিউজ ডেস্ক : বিএনপি ও গণতন্ত্র একটি অপরটির পরিপূরক বলে মন্তব্য করেছেন দল...

image

বিএনপির যেসব প্রার্থীর বিরুদ্ধে লড়বেন জামায়াত-এনসিপির শীর...

নিউজ ডেস্ক : সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ...

image

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে লড়বেন জোনায়েদ সাকি

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৯১ আসনে প্রার্থীর ...

image

‎১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি: ন...

নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আগামী ১৫ নভেম্ব...

  • company_logo