ছবিঃ সিএনআই
জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ কর্তৃক আয়োজিত হয়েছে মার্কেটিংয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিশেষ সেমিনার। সেমিনারে প্রধান অথিতি হিসেবে আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়ার অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন। সেমিনারে উপস্থিত ছিলেন যুক্ত্রাষ্ট্রভিত্তিক মাইকেলম্যান ইনকর্পোরেটের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট জনাব সোনিয়া রাজ্জাক। এছাড়া মার্কেটিং বিভাগের প্রভাষক জনাব কুমার বিশ্বজিৎ সাহা, জনাব মাহমুদা আক্তার এবং সুমনা আক্তার সুমি উপস্থিত ছিলেন।
ড. আবদুর রাজ্জাক তার বক্তব্যে বলেন, মার্কেটিং কেবল কনজিউমার মার্কেটিং হিসেবে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি মানুষের চাহিদা, সমাজের পরিবর্তন এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের একটি অপরিহার্য হাতিয়ার হয়ে উঠেছে। ডিজিটাল বিপ্লবের ফলে মার্কেটিং এখন ব্যক্তিগতকরণের দিকে এগিয়েছে, যেখানে প্রতিটি গ্রাহককে আলাদাভাবে বোঝার প্রয়াস নেওয়া হয়।
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন বলেন, মার্কেটিং এখন শুধু একটি ব্যবসায়িক কৌশল নয়, এটি একটি বিজ্ঞান, যা সমাজ, প্রযুক্তি এবং অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত। এই ধরনের সেমিনার শিক্ষার্থীদের পেশাগত ও একাডেমিক দক্ষতা বৃদ্ধি করবে। ড. আবদুর রাজ্জাকের মতো বিশ্বমানের একজন শিক্ষাবিদের অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষার্থীরা দারুণভাবে উপকৃত হবে।
উল্লেখ্য, ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও ড. আব্দুল মোমেনের যৌথভাবে লিখিত বই ‘ইন্ট্রোডাকশন টু মার্কেটিং’ নজরুল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হিসেবে সূচিত হয়েছে। এদিন অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্য বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত থেকে সেমিনার উপভোগ করেন। শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে নিজেদের জিজ্ঞাসাগুলো তুলে ধরার সুযোগ পান। সেমিনার শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগীয় প্রধান।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃব...
পবিপ্রবি প্রতিনিধি: বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উ...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃব...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: দেশে প্রথমবারের মত গবাদিপশুর ম্যাসটাইট...
মন্তব্য (০)