• প্রশাসন

পঞ্চগড় সীমান্ত এলাকায় বিজিবির সচেতনতামূলক সভা

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে সীমান্ত এলাকার মানুষদের নিয়ে সচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি।সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বোধগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তড়িয়া উচ্চ-বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় সীমান্ত এলাকার মানুষদের নিয়ে সচেতনতামূলক কথা বলেন বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি'র ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী। একই সাথে সীমান্ত হত্যা বন্ধে সীমান্তে বাংলাদেশী নাগরিকদের অবাধে চলাফেরা না করার পরামর্শ প্রদান করেন তিনি। এছাড়াও  নারী ও শিশু, মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও বাংলাদেশী নাগরিক কর্তৃক সংঘটিত সীমান্ত সংক্রান্ত বিভিন্ন অপরাধ, সীমান্ত সংক্রান্ত আইন, ধারা ও শাস্তির ভয়াবহতা সম্পর্কে অবহিত করা হয়।

এসময় সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী বলেন, আমরা জনগণের মাঝ থেকেই এসেছি। আমরা জনগণকে ভালোবাসি। বিজিবি জনগন ও দেশের বন্ধু, সে লক্ষে বিজিবি কাজ করে যাচ্ছে। আমরা বলতে চাই অপরাধের সাথে যুক্ত হয়ে কোন ভাবেই অবৈধ পথে সীমান্ত অতিক্রম করা যাবে না। দেশে আল্লাহর রহমতে কাজের ও সম্পদের অভাব নেই। আপনারা চাইলে দেশে অনেক ভালো কিছু করে জীবিকা নির্বাহ করতে পারেন। ইচ্ছা করলেই উদ্যোক্তা হতে পারেন। যেহেতু সীমান্ত অতিক্রম করলে বিএসএফ গুলি করে হত্যা করে, তাই আমরা আপনাদের সতর্ক করতেই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সভা করে যাচ্ছি।জনসচেতনতামূলক সভা শেষে স্থানীয় গরীব, দুঃস্থ এবং অসহায় মানুষদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করেন তিনি। 

এসময়  পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম, ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিন, তোড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহ, তোড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সচিবালয়-যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ড...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ...

image

সালথায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ফরিদপুর  প্রতিনিধি: ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও ২৫শে মার্চ গনহ...

image

বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহি...

image

প্রথমবারের মতো নওগাঁয় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো জেলা প্রশাসন

নওগাঁ প্রতিনিধি: প্রথমবারের মতো নওগাঁর মান্দা উপজেলার সতিহাটের নীলকুঠি এলাকায়...

image

ইসলামপুরে দুইটি ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন, ৪ লাখ জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিয...

  • company_logo