ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ লা-লিগার গত মৌসুমটা বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ এই দুই দলের জন্য ছিল দুরকম। রিয়াল ভেসেছে সাফল্যের বন্যায়, ব্যর্থতায় আটকে ছিল বার্সা। নতুন মৌসুম শুরুর আগে দুই দলেই এসেছে বেশ কিছু পরিবর্তন, শক্তি আরও বাড়িয়েছে লস ব্লাঙ্কোসরা, কাতালানরা পেয়েছে নতুন কোচ। হান্সি ফ্লিকের অধীনে আগামী মৌসুমে শিরোপার লক্ষ্যে মাঠে নামবেন রবার্ট লেভানডভস্কিরা, তাঁর আগে এখন চলছে প্রস্তুতি। প্রাক মৌসুম প্রস্তুতি সফরে এই দুই স্প্যানিশ জায়ান্টই আছে যুক্তরাষ্ট্রে, সেখানে মুখোমুখি হয়েছিল দুই দল।
মৌসুম শুরুর আগে এই এল ক্লাসিকোতে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। তারুণ্যে ঠাসা স্কোয়াড নিয়েই কাল মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। কাতালানদের স্কোয়াডে লেভানডভস্কি, টের স্টেগান, আন্দ্রেস ক্রিস্টেনসেনরা থাকলেও তরুণ ফুটবলারই ছিল বেশি। ওদিকে রিয়ালের দলে লুকা মদরিচ, থিবো কোর্তোয়া, এদার মিলিতাওরা যেমন ছিলেন, তেমনি আর্দা গুলের, এন্দ্রিকের মত তরুণরাও ছিলেন।
নিউ জার্সিতে রিয়ালের বিপক্ষে এই ম্যাচে প্রথমার্ধের শেষদিকে লিডের দেখা পায় বার্সা। পাউ ভিক্তরের গোলে ৪২ মিনিটে এগিয়ে যায় কাতালানরা। এক গোলের লিড নিয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোলের দেখা পায় বার্সেলোনা। ৫৪ মিনিটে দ্বিতীয় গোলটিও করেছেন পাউ ভিক্তরই।
এদিকে দুই গোলে পিছিয়ে থাকা রিয়াল গোলের দেখা পেয়েছে ম্যাচের ৮২ মিনিটে। লস ব্লাঙ্কোসদের হয়ে লক্ষ্যভেদ করেছেন নিকো পাজ। আর কেউ লক্ষ্যভেদ করতে না পারায় শেষ পর্যন্ত আনচেলত্তির শিষ্যদের মাঠ ছাড়তে হয়েছে ২-১ গোলের হার নিয়ে।
রিয়ালকে হারিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়া চারটি এল ক্লাসিকোতেই শতভাগ জয়ের ধারা বজায় রাখলো বার্সেলোনা। সর্বপ্রথম ২০১৭ সালে দেশটিতে রিয়ালের বিপক্ষে মাঠে নেমেছিল কাতালানরা। এরপর ২০২২ সালে লাস ভেগাসে, গত বছরে ডালাসেও জয়ের দেখা পেয়েছিল বার্সা।
ময়মনসিংহ প্রতিনিধি: “বেশি করে হাঁটো, ডাক্তার থেকে দ...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শার...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজে...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজ...
মন্তব্য ( ০)