ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা যুবদলের উদ্যোগে সারিয়াকান্দি চরের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার চরভাটিয়া গ্রামে প্রধান অতিথি হিসেবে পরম মমতায় যুবদল পরিবারের পক্ষে সকলের হাতে শীতবস্ত্র তুলে দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসান এর সার্বিক পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সভাপতি মুন্না বলেন, উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ার কৃতি সন্তান মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি এই বাংলার কোটি জনতার কাছে একটি আবেগ ও ভালোবাসার নাম। আজ তার ৮৯তম জন্মবার্ষিকীতে সারাদেশের ন্যায় বগুড়ার আপামর জনসাধারণ মহান এই নেতাকে অন্তরের ভালবাসায় স্বরণ করছেন। মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, সারা বাংলাদেশে বিএনপি ও এর সকল অঙ্গসংগঠন যে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আজ এতটা শক্তিশালী অবস্থানে রয়েছেন তার শুরু প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরেই। তার অবর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ সারা দেশের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত। দীর্ঘ বছর ফ্যাসিস্ট সরকারের হামলা, মামলা, জুলুম, নির্যাতন সহ্য করলেও এই দলের কোন কর্মীর একবিন্দু মনোবল ভাঙতে পারেনি কেউ কারণ মানুষ অন্তর দিয়ে ভালবাসে শহীদ জিয়াকে, ভালবাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাদের সুযোগ্য পুত্র তারেক রহমানকে। আজ শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে বগুড়ায় জেলা যুবদল দিনব্যাপী যে সৃজনশীল এবং জনকল্যাণমুখী কার্যক্রম হাতে নিয়েছেন তিনি তার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন বগুড়া জেলা যুবদল হবে সারা দেশের মাঝে মডেল সংগঠন। আগামীর প্রতিটি যাত্রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যেকোনো আন্দোলন- সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ যাত্রার লক্ষ্যে তিনি সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।
এদিকে শহর ছাপিয়ে চরাঞ্চলের শীতার্ত মানুষদের কথা চিন্তা করে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা যুবদলের মানবিক এই কর্মসূচিতে সন্তোষ প্রকাশ করেছেন শীতবস্ত্র পাওয়া সকলে।
ফরিদপুর প্রতিনিধিঃ ''নতুন ধানে নতুন প্রাণে, চলমাতি পিঠার গানে ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্ত...
বগুড়া প্রতিনিধিঃ বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর র...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ প্রকাশের পর অবশেষে গাভীর বাছুর বুঝে পেয়েছেন হতদরিদ্র দ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ২০২৪-২০২৫ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপা...
মন্তব্য (০)