
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ চীনে কয়লাখনিতে আগুন লেগে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার সকাল ৮টা ১০ মিনিটে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শানজিয়াওশুতে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এএফপির খবরে বলা হয়েছে, খনিটি রাজধানী বেইজিং থেকে প্রায় তিন হাজার ৬০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। পানঝো সিটি সরকার তার ওয়েবসাইটে পোস্ট করা একটি বিজ্ঞপ্তিতে বলেছে, আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত ১৬ জন পুরোপুরি দগ্ধ হয়েছেন। তাদেরকে শনাক্ত করার মতো কোনো অবস্থা ছিল না। কনভেয়ার বেল্ট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।এদিকে এই ঘটনায় পানঝৌ শহরের সমস্ত কয়লা খনি একদিনের জন্য উৎপাদন স্থগিত করেছে। পানঝৌ সিটি সরকার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘কনভেয়ার বেল্টে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে এবং আগুনের ফলে ১৬ জন লোক খনিতে আটকা পড়েছিল।’
খবরে বলা হয়েছে, এই অঞ্চলটির প্রতি বছর প্রায় ৫২ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টন উৎপাদন ক্ষমতা রয়েছে যার বেশিরভাগই কোকিং কয়লা।দুর্ঘটনার পর পাঞ্জিয়াং কয়লা নামেও পরিচিত রাষ্ট্রীয় মালিকানাধীন এই কোম্পানি তার সমস্ত খনিতে নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়াদি পরিদর্শনের নির্দেশ দিয়েছে এবং নিরাপদ উৎপাদন নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিয়েছে।
সাম্প্রতিক দশকগুলোতে চীনে খনির ক্ষেত্রে নিরাপত্তার উন্নতি হয়েছে। তবে দুর্ঘটনার খবরে এখনো প্রায়ই এ শিল্পের নাম উঠে আসে। আগে খনি দুর্ঘটনার অনেক খবরই দেশটির সরকারি সংবাদমাধ্যমে প্রকাশ করা হতো না।ফেব্রুয়ারিতে উত্তরাঞ্চলীয় অভ্যন্তরীণ মঙ্গোলিয়া অঞ্চলে একটি কয়লাখনি ধসে কয়েক ডজন মানুষ ও যানবাহন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। কর্তৃপক্ষ কয়েক মাস ধরে মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করেনি। শুধু জুনে ৫৩ জন নিহত হয়েছে বলে প্রকাশ করেছে।
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে&nbs...
বিনোদন ডেস্কঃ বলিউড দম্পতিদের মধ্যে...
নড়াইল প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ন...
মন্তব্য ( ০)