প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার আমিনপুর থানার কাশিনাথপুরে ইট বোঝাই ভটভটি ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মোটরসাইকেলের দুই আরোহী।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কাশিনাথপুর ফুলনাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিনাথপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক রাবিন্দ্র নাথ মন্ডল।
নিহত যুবক বেড়া উপজেলার নগরবাড়ি বসন্তপুর গ্রামের ইকবাল শেখের ছেলে জামিল শেখ (২৩)। আহতরা হলেন ওই এলাকার মাখম আলীর ছেলে পরাগ হোসেন ও সিংহাসন গ্রামের ধ্বনি শেখের ছেলে ইমরান শেখ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাজিরহাট এলাকা থেকে জামিল, পরাগ ও ইমরান এক মোটরসাইকেলে করে কাশিনাথপুরের দিকে আসছিলো। মোটরসাইকেলটি কাশিনাথপুর ফুলবাগান মোড়ে পৌঁছালে নগরবাড়িগামী ইট বোঝাই ভটভটি গাড়ির সাথে সংঘর্ষ হয়।
এ সময় তিন মোটরসাইকেল আরোহীকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হয়। জামিল ও পরাগের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে নিতে গেলে পথেই জামিল মারা যান। তবে আহত পরাগ পাবনা জেনারেল হাসপাতালে ও ইমরান কাশিনাথপুরের ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কাশিনাথপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক রাবিন্দ্র নাথ মন্ডল জানান, আজ আমরা বেড়া এলাকা ডিউটিতে ছিলাম, দুর্ঘটনা ঘটেছে শোনা মাত্রই ঘটনাস্থলে এসে ভটভটি এবং মোটরসাইকেল উদ্ধার করে আমিনপুর থানায় হস্তান্তর করেছি। একজন মারা গেছে। দুইজন হাসপাতাল ভর্তি।
নিউজ ডেস্কঃ ময়মনসিংহ বিভাগ যুব সমিতি ঢাকার উদ্যোগে শীতার্থদের মাঝে...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" ...
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৯তম জন্ম বার্ষি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চড়াইখেলা ব্রিজ সংলগ্ন এলাক...
লালমনিরহাট প্রতিনিধি: তারুণ্যের উৎসব২০২৫ উপলক্ষে লালমনিরহাটের সতী নদীর সীমানা...
মন্তব্য (০)