প্রতীকী ছবি
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর এলাকার একটি ডোবা থেকে আনোয়ার হোসেন নামে ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবারদুপুরে স্থানীয় বাসিন্দাদের খবরে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ওই ব্যক্তির বয়স(৬৫) বলে ধারনা করছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, দুপুরে দিঘীরপাড় কবরস্থানের পাশে লোকজন কাজ করতে যায়। এসময় পাশের ডোবায় লাশটি পড়ে থাকতে দেখে নবাবগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল করে। পরে এলাকাবাসী এসে লাশটি সনাক্ত করে। নিহত ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন। তার বাড়ি উপজেলার যন্ত্রাইলের হরিশকুল। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ আছে।
দিঘীাপাড় এলাকার বাসিন্দা আক্কাস আলী বলেন, সে মানসিক ভারসাম্যহীন ছিলো বলে শোনা যাচ্ছে। বেশ কয়েকদিন ধরেই সে ওইখানে ঘুরাফেরা করছিলো। দোহার সার্কেলের জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, লাশের গায়ে কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া মৃত্যুর কারণ খতিয়ে দেখবে পুলিশ ।
নিউজ ডেস্কঃ ময়মনসিংহ বিভাগ যুব সমিতি ঢাকার উদ্যোগে শীতার্থদের মাঝে...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" ...
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৯তম জন্ম বার্ষি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার আমিনপুর থানার কাশিনাথপুরে ইট বোঝাই ভটভটি ও মোটরসাইকেল...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চড়াইখেলা ব্রিজ সংলগ্ন এলাক...
মন্তব্য (০)