• সমগ্র বাংলা

দিনাজপুরে ২০ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: ২০ বছর পর আগামী ২৫ জানুয়ারী দিনাজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর বড় পরিসরে কর্মী সম্মেলন। এতে ১৪টি সাংগঠনিক শাখার তৃণমূলের ১০ হাজার নেতা কর্মী এবং আশপাশেরসহ প্রায় আড়াই লাখ কর্মী অংশ নেবেন বলে দাবি করেছেন সংগঠনের  নেতারা।

সকাল ১০ টায় শুরু হবে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম। এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান।

এছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনের। 

কর্মী সম্মেলনের বিষয়ে গতকাল সোমবার সন্ধ্যায় পাহাড়পুরস্হ নিজস্ব দলীয় কার্যালয়ে গন মাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় বিস্তারিত জানিয়েছেন জেলা কমিটির আমির অধ্যক্ষ আনিসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সেক্রেটারী মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বর্তমানে জামায়াতে ইসলামীর জেলা কমিটির সহকারি সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ এবং কমিটির আমীর সিরাজুস সালেহীন।

জামায়াতে ইসলামীর জেলা কমিটির আমির অধ্যক্ষ আনিসুর রহমান জানান, ২০০৪ সালে সর্বশেষ কর্মী সম্মেলন করেছিলেন তারা। ২০ বছর পর আগামী ২৫ জানুয়ারী দিনাজপুর গোর-এ শহীদ বড়মাঠে এই প্রথমবারের মত বৃহৎ আকারে কর্মী সম্মেলন আয়োজন করেছেন তারা। সম্মেলনে ১৪টি সাংগঠনিক শাখার তুনমূলের ১০ হাজার নেতাকর্মী এবং পৃথক পর্দায় লক্ষাধিক নারী কর্মীসহ আশপাশের মিলে আড়াই লাখ নেতাকর্মী সমর্থকের উপস্হিতির ব্যবস্হা করেছেন তারা।

এজন্য শতাধিক বাস ট্রাকসহ ছোট বড় মিলিয়ে বিভিন্ন ধরনের অসংখ্য যানবাহন মোটর সাইকেল আসবে সমাবেশে। এসব নিয়ন্ত্রনে শহরের বিভিন্ন পয়েন্টে কাজ করবে ৫ শতের মত স্বেচ্ছাসেবী। মেডিকেল টিম এ্যাম্বুলেন্স প্রয়প্রনালীর ব্যবস্হা থাকবে ভোগান্তি এড়াতে। সুশৃঙ্খলভাবে ভাবে কর্মী সম্মেলন সফল করতে চান তারা। 

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো পিঠা উৎসব

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় দিনব্যাপী অনুষ্ঠ...

image

কুড়িগ্রামে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চার...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান...

image

সাংবাদিককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ ব্যক্তিমালিকনাধীন জমির সীমানাপ্রাচীরের মধ্যে ঢুকে মাদক...

image

ফরিদপুরে কলেজ ছাত্র নিহত

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ...

image

বাংলাদেশী তরুণদের জন্যে ঢাকায় রুশ ডকুমেন্টারি প্রদর্শন

নিউজ ডেস্কঃ রাশিয়ান হাউস বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং বিশ্বব...

  • company_logo