ছবিঃ সিএনআই
সাতকানিয়া প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড চৌধুরী পাড়ার কৃষক মোঃ ফয়েজ আহমদের কষ্টে রোপন করা ২৪ শতক জমির ধান পূর্ব শত্রু তার জের ধরে রাতের অন্ধকারে কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে একই এলাকার ইউপি সদস্য মোরশেদুর মান্নান চৌধুরী,জুনু আক্তার,মনোয়ারা বেগম,জহিরুল ইসলাম জয়ের বিরুদ্ধে।
এ বিষয়ে মোঃ ফয়েজ আহমদ বাদী হয়ে উপরোক্ত বিবাদীদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। স্থানীয় কৃষকরা দুঃখ প্রকাশ করে বলেন, এই ধরনের কাজ যে বা যারা করুক তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করেন। এ বিষয়ে বিবাদীর কাছে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য মোরশেদুর মান্নান চৌধুরী বলেন,এ ব্যাপারে আমি কিছু জানি না।
তবে এই ধরনের কাজ যে করুক তাদের সর্বোচ্চ শাস্তি হোক। কৃষকরা অনেক পরিশ্রম করে সোনার ফসল ফলানোর চেষ্টা করে এবং ক্ষুধার অন্ন মেটায়। একজন কৃষকেই জানে তাদের কেমন পরিশ্রমে সোনার ফসল হয় এমন কষ্টে গড়া ক্ষেত যারা নষ্ট করেছে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় আনার অনুরোধ জানান ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের কাছে বাজালিয়ার এই কৃষি কর্মকর্তা।
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় জয়দেবপুর থানা...
সাতকানিয়া প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের সাতকানি...
সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়ার ১৫নং ছদ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার ...
মন্তব্য ( ০)