• অপরাধ ও দুর্নীতি

গাজীপুরে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • ৩১ অক্টোবর, ২০২৪ ২১:৫২:০৭

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় জয়দেবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ বোতল বিদেশি ভদকা ও ৭ বোতল বিদেশি ব্ল্যাক লেবেল মদ উদ্ধার করেছে। এ ঘটনায় আদম আলী (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দরগারচালা পাঁচ পীর মাজার এলাকায় আশরাফুলের বাড়িতে এ অভিযান চালায় জয়দেবপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আদম আলী টাঙ্গাইল সদর থানার চারাবাড়ি গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। তিনি জনৈক আশরাফুলের বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ সূত্রে জানা যায়, জয়দেবপুর থানাধীন দরগারচালা এলাকায় দীর্ঘদিন ধরে আদম আলীসহ বেশ কয়েকজন মাদক ব্যবসা চালিয়ে আসছে।

বুধবার রাতে মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে পুলিশ আদম আলীর বসত ঘরে অভিযান চালায়। সেখান থেকে ৮ বোতল বিদেশি ভদকা ও ৭ বোতল বিদেশি ব্ল্যাক লেবেল মদসহ আদম আলীকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

ওসি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আরও মাদক উদ্ধারের জন্য পরবর্তী অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য ( ০)





  • company_logo