ছবিঃ সিএনআই
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলা ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ থানা পুলিশের হাতে আটক হয়েছে দুই ইয়াবা ব্যবসায়ী । এসময় ইয়াবা বহনকারী দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।৩১ শে অক্টোবর বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বুধবার রাতে তাদের ইয়াবাসহ আটক করা হয়।
গ্রেফতার সূত্রে জানা যায়, আটক কৃতরা হলেন,মো. রুমান প্যাদা (৩০)ও মো,মন্জু প্যাদা (২৫) উভয়ই একই উপজেলার বড় ডালিমা গ্রামের মৃত রফিজ প্যাদার ছেলে এবং হালিম প্যাদার ছেলে মন্জু। পুলিশ জানায়, গ্রেফতার দুজন নিয়মিত মাদক ব্যবসার সাথে জড়িত৷ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাতে আসামীরা ইয়াবা পাচার করবেন।
এমন তথ্যের আলোকে রাতে উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এবিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, 'আসামীরা নিয়মিত মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও আসামীদেরকে কারাগারে পাঠানো হয়েছে ।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)