• অপরাধ ও দুর্নীতি

রুপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৫ ডাকাত গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • ৩১ অক্টোবর, ২০২৪ ২১:৩৫:০৬

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নরায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার(৩০ অক্টোবর) রাতে রুপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের আতশলাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র বার্মিজ ছুরি, চাইনিজ কুড়াল ও চাপাটিসহ শাহরিয়ার, ইমন, আলামিন,নুর আলম ও ফেরদৌস নামের ডাকাত দলের পাঁচ সদস্যকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করে।

তারা সবাই ভুলতা ইউনিয়নের আতলাশপুরের বাসিন্দা।এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি কালে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। 

 

মন্তব্য ( ০)





  • company_logo