• সমগ্র বাংলা

সাতকানিয়া এক প্রবাসীর স্ত্রীকে রক্তাক্ত করলেন দেবর

  • সমগ্র বাংলা
  • ৩১ অক্টোবর, ২০২৪ ২১:৪৯:০২

ছবিঃ সংগৃহীত

সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়ার ১৫নং ছদাহা ইউনিয়নের ২নং ওয়ার্ড ফজুর পাড়ার প্রবাসী মোজাম্মেল হকের স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে মারধরের অভিযোগ উঠেছে, দেবর মোরশেদুল আলম,মকছুদুল আলমের বিরুদ্ধে। জানা যায়, দীর্ঘদিন ধরে ভাইয়ের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলিয়া আসছে,কিন্তু গত ২৬শে অক্টোবর ২৪ইং তারিখ সকালে প্রবাসীর বসত ঘরের সামনে চলাচলের রাস্তায় বরই গাছের ডাল দিয়ে রাস্তা বন্ধ করে দেয়, এ সময় প্রবাসীর স্ত্রী বাধা দিলে তাকে অকাত্য ভাসায় গালিগালাজ দিয়ে এলোপাতারি লাথি, কিল, ঘুশি মেরে শরীরের বিভিন্ন স্থান সহ মাথায় আঘাত করে, দেবর মোরশেদুল আলম ও মকছুদুল আলম।

এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী  জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি লিখিত  অভিযোগ দায়ের করেন দেবরদের বিরুদ্ধে। সরেজমিনে গেলে দেখা যায়, প্রবাসীর পরিবারের উপর অত্যাচার নির্যাতন ছাড়াও পাশের এক বিধবা মহিলাকেও বিভিন্ন সময় নির্যাতন করে তার চলাচলের পথও অবরুদ্ধ করে রেখেছে মোরশেদুল আলম ও মকসুদুল আলম। 

 এ ব্যাপারে বিবাদীদের সাথে যোগাযোগ করলে তারা মুঠোফোনে জানান ওরা যে জায়গায় আছে এটা আমাদের জায়গা আমি শুধু একটি ধাক্কা দিয়েছি পরে সে নিজে লাকড়ি নিয়ে নিজে নিজে মাথায় বাড়ি আঘাত করে আমি তাকে মারিনি। অভিযোগের বিষয়ে সাতকানিয়া থানার এস আই ইমরানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা অভিযোগ হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য ( ০)





  • company_logo