ছবিঃ সংগৃহীত
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে কার্ভাডভ্যানের চাপায় মোস্তাফিজুর রহমান (২০) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালক নিলয় খন্দকার (২১) ও আরোহী নাহিদুল আকন্দ (২০) নামে আরো দুই যুবক। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
এর আগে একই দিন দুপুরে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের আজমপুর কেএন এন্টারপ্রাইজ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের মারতা গ্রামের সিরাজ উদ্দিন আকন্দের ছেলে। অন্যদিকে, আহত নিলয় একই গ্রামের ছানাউল্লাহ খন্দকারের ছেলে ও নাহিদুল রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিলন মিয়া বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তবে এ ঘটনায় পরিবারে কোন আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ফুটবল খেলা দেখার জন্য তারা তিন বন্ধু মিলে মোটরসাইকেলে কালীগঞ্জের জামালপুর এলাকায় যাচ্ছিল।
দুপুর আড়াইটার দিকে গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের আজমতপুর কেএন এন্টারপ্রাইজ পেট্রোল পাম্পের সামনে গেলে মোটরসাইকেলের চাক্কা স্লিপ খেয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় গাজীপুরগামী একটি কার্ভাডভ্যান (ঢাকা মেট্রো: অ ১১-৩৯০৯) তাদের চাপা দেয় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোস্তাফিজুর নিহত হয়। এ ঘটনায় আহত হয় মোটরসাইকেলের চালক ও এক আরোহী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় জয়দেবপুর থানা...
সাতকানিয়া প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের সাতকানি...
সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়ার ১৫নং ছদ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার ...
মন্তব্য ( ০)