ফাইল ছবি
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে উপজেলার নাগরী ইউনিয়নের গলান এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১টি মামালায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এ দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের নাগরী ইউনিয়নের গলান এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ওই এলাকার মো. বশির উল্লাহ মালিকানাধীন সরকার ফিলিং স্টেশন নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওজন পরিমাপ ও মানদণ্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘন করায় ৪৬ ধারায় ১টি মামলায় এ জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।
এ সময় অভিযানকালে বিএসটিআই গাজীপুরের পরিদর্শক শিখন সাহা, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদ...
ফরিদপুর প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কন...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুর...
মন্তব্য ( ০)