• রাজনীতি

১৫ বছরে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে আ. লীগের নেতা কর্মীরাঃ শামা ওবায়েদ  

  • রাজনীতি
  • ৩০ অক্টোবর, ২০২৪ ২০:৪৬:২৯

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, টানা ১৫ বছর শেখ হাসিনা সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুধু ব্যাংক থেকেই চুরি হয়েছে ১৭ লাখ ডলার। যার বেশিরভাগ টাকা শেখ হাসিনা ও তার পরিবার চুরি করে পালিয়ে গেছেন। এসব টাকা আমি-আপনি গোনা শুরু করলে আমাদের আয়ু শেষ হয়ে যাবে, তবুও টাকা গোনা শেষ হবে না  বলে মন্তব্য করেছেন। 

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদহাট হাইস্কুল মাঠে চরযোশরদী ইউনিয়ন বিএনপি  আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন,খুনি হাসিনা ও তার দোসরদের দ্বারা সংগঠিত প্রতিটি গুম-খুন ও মানবাধিকার লংঘনের বিচার এই বাংলার মাটিতে হবে। গত  ১৫ বছর যারা বিএনপির নেতাকর্মীদের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে, তাদেরকেও অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।  আন্দোলন এখনো শেষ হয়নি। আমরা বর্তমান সরকারের কাছে দ্রুত একটা অবাধ-সুষ্ঠু নির্বাচন আশা করছি। এই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে আর জনাব তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে দেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। বিএনপি ক্ষমতায় থাকতে ১৭ টাকা করে কেজি চাল খেয়েছে মানুষ। আমরা সেই দামে চাল খাওয়াতে চাই। মানুষের কর্মসংস্থান করে দিতে চাই।

চরযোশরদী ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ফকিরের  সভাপতিত্বে  বক্তব্য রাখেন, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সহসভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহিন,  ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, আজিজুর রহমান তালুকদার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রেজাউল আলম রিজু, পল্লি উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন লাবলু মাষ্টার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান ,স্বনির্ভর বিষয়ক সস্পাদক গোলজার শরীফ, ধর্ম বিষয়ক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান মুন্সী, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, চরযোশরদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী প্রমুখ। 

মন্তব্য ( ০)





  • company_logo