• রাজনীতি

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার 

  • রাজনীতি
  • ২৯ অক্টোবর, ২০২৪ ২২:৩৫:৩৫

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইটাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে জামালপুর শহরের হাসপাতাল রোড়ের পৌর ঈদগাহ্ মাঠের সামনে থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মোঃ আতিক। 

গ্রেফতারকৃত হাফিজুর রহমান স্বপন সদর উপজেলার ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মোঃ আতিক বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলে হামলা চালানোর ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিকেলেই তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

মন্তব্য ( ০)





  • company_logo