• সমগ্র বাংলা
  • লিড নিউজ

আইনজীবি আলিফ হত্যা : তদন্ত কমিটি থেকে সব সদস্য অব্যাহতি চেয়েছেন

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ২০:৪২:৪৩

ফাইল ছবি

চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গঠিত তদন্ত কমিটির সকল সদস্য অব্যাহতির আবেদন করেছেন। ইতিপুর্বে সদস্য সচিব সহ ৪জন পদত্যাগ করেছেন। ১০ নভেম্বর তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ১৫ নভেম্বর রিপোর্ট দিতে বলা হয়।

উল্লেখ্য যে,রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরন জোটের মুখপাত্র চিন্ময় কৃঞ্চ দাসের জামিন জামিন নামন্ধসঢ়;জুরকে ঘিরে ২৬ নভেম্বর আদালত প্রাংগনে সংঘর্ষে,ভাংচুর ও আইনজীবি সাইফুল ইসলাম পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ কওে হত্যা মামলা দায়ের করেন। ্ধসঢ়;এছাড়া খুনের ঘটনায় এ যাবৎ পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে চন্দন দাস,রিপন দাসও রাজীবচার্য নামের ৩ আসামী আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছেন।

উল্লেখিত হত্যা ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে জেলা আইনজীবি সমিতির পক্ষ হতে গঠন করা তদন্ত কমিটি। কিন্তু তদন্ত কমিটি চেয়েছেন অব্যাহতি । কমিটির প্রধান সাবেক মহানগর পি পি ও আইনজীবি আবদুস সত্তার জেলা আইনজীবি সমিতির নেতাদের কাছে এই সুপারিশ করে তদন্ত কমিটি থেকে অব্যাহতির আবেদন করেছেন। তদন্ত কমিটির প্রধান আবদুস সাত্তার বলেন,আদালত প্রাংগনে সংঘর্ষ ও আইন জীবি হত্যা ঘটনার পর সমিতির পক্ষ থেকে ১০ নভেম্বর তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।১৫ নভেম্বর রিপোর্ট দিতে বলা হয়।ইতিমধ্যে ৭টি মামলা হয়েছে।

এ ঘটনায় সরকারী কর্মকর্তা,কর্মচারী জড়িত থাকতে পারে। পুলিশের মাইক দিয়ে প্রিজনভ্যানে থাতা অবস্থায় চিন্ময় বক্তব্য দিয়েছিলেন।১ ঘন্টার মধ্যে সকল নেওয়ার ঘটনা ও ঘটেছে।
এমন অবস্থায় এ ঘটনা সাধারন কেউ তদন্ত করলে হবে বলে মনে করছি না।একজন জেলা ও দায়রা জজ পদমর্যদার বিচারক দিয়ে আলোচিত এ ঘটনার সুষ্ট তদন্ত হওয়া উচিত। একারনে সর্বশেষ গত বৃহস্পপতিবার আমি নিজেই এ তদন্ত কার্যক্রম থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছি।

মন্তব্য ( ০)





  • company_logo