ছবিঃ সিএনআই
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বোরো বীজের বরাদ্দে নেই কোন কমতি। এখনো ডিলার এবং কৃষক পর্যায়ে নিতে পারবে বোরো বীজ। কিশোরগঞ্জ একটি হাওর বেষ্টিত এলাকা এবং এই এলাকার অধিকাংশ মানুষের আয়ের প্রধান উৎস হচ্ছে কৃষি। তাই এখানকার কৃষক নিজেকে উজাড় করে দেন বোরো আবাদে। তাই অন্য জেলা থেকে এই জেলায় বীজের বরাদ্দও বেশি থাকে।
এ বিষয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বীজ বিপণন কিশোরগঞ্জ এর উপ-পরিচালক এ কে এম মনিরুজ্জামান জানান, বিএডিসি বীজ বিপণন কিশোরগঞ্জে এবার ৩ হাজার ১০০ মেট্রিক টন বীজ বরাদ্দ হয়েছিল।
এর মধ্যে ১৬০০ মেট্রিক টন বিক্রি হয়েছে এবং ১৫০০ মেট্রিক টন বীজ মজুদ রয়েছে। তবে কিছু স্বার্থন্বেষী মহল থেকে বীজের ক্রাইসিস বলে একটি অপপ্রচার চালাচ্ছে যেটি সত্য নয়। বীজ বরাদ্দ বিষয়টি প্রত্যেক উপজেলা থেকে কোন জাতের বোরো ধানের কতটুকু বীজ চাষ হয়, সেখানের ডিলার সংখ্যা এবং বিএডিসি থেকে বরাদ্দকৃত বীজের পরিমাণ এই ৩টা বিষয়কে প্রাধান্য দিয়ে জেলা প্রশাসককে সার্বিক বিষয় অবহিত করে উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) ও আমি উপ-পরিচালক বিএডিসি ( বীজ বিপণন) যৌথ স্বাক্ষর করে এই বীজ বিতরণের কাজটি করি। সুতরাং এখানে অনিয়মের কোন সুযোগ নেই।
এ বিষয়ে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের কৃষক রতন মিয়া জানান, আমরা আগের বারোও বীজ বিপণন অফিস থেকেও বীজ এনে বোরো ফসল করেছিলাম, অনেক ভালো ফসল হয়েছে। তাই আবারও বীজ এনে বীজতলা করেছি। কিছুদিনের মধ্যেই লাগানো শুরু করবো।
ডিলার মো: রাজিব জানান, আমি একজন বিএসডিসি ডিলার। কয়েকজনের কাছে শুনলাম ডিলারদের বীজ আনতে গেলে নাকি টাকা পয়সা লাগে, কিন্তু আমাদের কোনদিন এসব টাকা পয়সা লাগে নাই বা আমাদের কাছে কেউ কোনদিন চাইও নাই। আমাদের যে পরিমাণ বীজ দরকার সেই সে পরিমাণ বীজ সিরিয়ালে পেয়েছি। কোন নিয়ম দুর্নীতি ও অনিয়ম দেখি নাই।
কিশোরগঞ্জে এবার ১ লক্ষ ৬৮ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ মাত্রা ধরা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বোরো চাষে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে এবার রেকর্ড পরিমান ধানের উৎপাদন হবে। এ বছর প্রায় ৭ লাখ ৩৭ হাজার ২ মেট্রিক টন ধান উৎপাদন হবে আশা করা হচ্ছে।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)