• সমগ্র বাংলা

গোপালপুরে অবসর প্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন

  • সমগ্র বাংলা
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ১৬:২৭:০৬

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে অবসর প্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী  সম্মেলন ২০২৪ করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে অবসর প্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব আাহাম্মদ আলী -এর সভাপতিত্বে এবং অবসর প্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্পাদক মো.আব্দুল ওয়াহেদ আকন্দ -এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিম হোসেন, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরুন্নেসা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ জাহাঙ্গীর আলম রুবেল, বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখার সভাপতি মো. জোবায়েরুল হক, এবং  সম্পাদক মো. আমিনুল ইসলাম, সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান গন।

এতে বক্তব্য রাখেন, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীসহ শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা শিক্ষকদের চিকিৎসা ও ভ্রমণ সুবিধার জন্য রাষ্ট্রীয়ভাবে পরিচিতি কার্ড প্রাপ্তির জোর দাবি সহ ঘড় ভাড়া, চিকিৎসা ও  অবসর ভাতা, উৎসব ভাত সহ সকল সুযোগ সুবিধার দাবীসহ নানান বঞ্চনার কথা তুলে ধরে তা নিরসনের দাবি জানান। 

অনুষ্ঠান শেষে ১৬ জন আবসর শিক্ষক কর্মচারীদের নগদ অর্থ প্রদান করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo